এশিয়া কাপ

ফারহানের ফিফটিতে পাকিস্তানের শক্ত ভিত

ছবি: এএফপি

প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। দুবাইতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। সাহিবজাদা ফারহানের আক্রমণাত্মক ফিফটিতে ভারতের বিপক্ষে তারা পেয়েছে শক্ত ভিত।

ইনিংসের ১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৮৭ রান। ক্রিজে আছেন ওপেনার ফখর জামান ২১ বলে ২৫ রানে। তার সঙ্গে মাত্রই নামা সাইম আইয়ুব খেলছেন ১ বলে ১ রানে।

আরেক ওপেনার ফারহান আউট হয়েছেন ৩৮ বলে ৫৭ রান করে। তার ব্যাট থেকে আসে পাঁচটি চার ও তিনটি ছক্কা। ভারতের বোলারদের ওপর চড়াও হয়ে তিনি হাফসেঞ্চুরি পূর্ণ করেন ৩৫ বলে। তার সঙ্গে ফখরের উদ্বোধনী জুটিতে আসে ৫৮ বলে ৮৪ রান।

ফিফটির পর অবশ্য বেশিদূর এগোতে পারেননি ফারহান। বরুণ চক্রবর্তীর করা দশম ওভারের তৃতীয় বলে ছক্কা মারার পর পরের বলেও হাঁকাতে চেয়েছিলেন তিনি। কিন্তু শর্ট ডেলিভারিতে টাইমিং হয়নি ঠিকঠাক। ডিপ মিড উইকেটে সীমানার কাছে সহজেই ক্যাচ হাতে জমান তিলক বর্মা।

প্রথম ৬ ওভারে পাকিস্তানকে খুব বেশি রান করতে দেননি ভারতের বোলাররা। তবে কোনো উইকেটও তুলে নিতে পারেননি তারা। সালমান আগার দল বিনা উইকেটে স্কোরবোর্ডে আনে ৪৫ রান। পাওয়ার প্লের পর রানের গতি বাড়ায় তারা।

এর পেছনে মূল কৃতিত্ব ডানহাতি ফারহানের। বাঁহাতি ফখর দেখেশুনে খেললেও তিনি নিয়মিত আনতে থাকেন বাউন্ডারি। টি-টোয়েন্টিতে এটি তার পঞ্চম পঞ্চাশ, ভারতের বিপক্ষে দ্বিতীয়। সুপার ফোরে দুই দলের আগের দেখাতেও তিনি ফিফটি করেন।

এর আগে টসের সময়েই দেখা যায় বিরল একটি চিত্র। ক্রিকেট মাঠে প্রথমবার দুই দলের অধিনায়ক কথা বলেন আলাদা দুই ধারাভাষ্যকারের সঙ্গে। ম্যাচের আগে ট্রফি নিয়ে ফটোসেশনে যান কেবল সালমান, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ছিলেন দূরে।

Comments