রাত থেকে বাংলাদেশ ছাড়বেন রাজশাহীর কোচিং স্টাফ ও বিদেশি খেলোয়াড়রা

ছবি: দুর্বার রাজশাহী

অনেক নাটকীয়তার পর বাংলাদেশ ছাড়তে যাচ্ছেন দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফরা। আজ রোববার রাত থেকে একে একে নিজ নিজ গন্তব্যে রওনা হবেন তারা। গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খুলনা টাইগার্স জেতায় চলমান বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে পারিশ্রমিক না দেওয়াসহ নানা নেতিবাচক ইস্যুতে জর্জরিত রাজশাহীর।

আজ সকালে দেশের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, রাজশাহীর বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরা নিজ নিজ দেশের পথ ধরেননি। কারণ, পারিশ্রমিকের বাকি অংশ বুঝে পাননি তারা, বাকি আছে দৈনিক ভাতাও। রাজশাহী ফ্র্যাঞ্চাইজির একটি সূত্রে জানা যায়, বকেয়া টাকা পরিশোধের দাবি তুলে অপেক্ষা করছেন পাঁচ বিদেশি ক্রিকেটার রায়ান বার্ল, মোহাম্মদ  হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স। প্রধান কোচ ইজাজ আহমেদও অপেক্ষায় আছেন।

এরপর বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহীর পক্ষ থেকে বলা হয়েছে, রাত থেকে ঢাকা ছাড়তে যাচ্ছেন তাদের বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফরা, 'দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফরা চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে তাদের কার্যক্রম শেষ করে আজ (রোববার) রাত থেকে নিজ নিজ গন্তব্যে রওনা হবেন।'

তবে বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের বকেয়া পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হয়েছে কিনা তা উল্লেখ করেনি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। বিজ্ঞপ্তি অনুসারে, জিম্বাবুয়ের বার্ল আজ দিবাগত রাত তিনটায় হারারের উদ্দেশ্যে রওনা হবেন। পাকিস্তানের হারিস আগামীকাল সোমবার দুপুর একটা ৪০ মিনিটে লাহোরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। প্রধান কোচ পাকিস্তানের ইজাজ আহমেদও আগামীকাল ফ্লাইট ধরবেন। ওয়েস্ট ইন্ডিজের কামিন্স নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবেন আগামী ৫ ফেব্রুয়ারি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'বাকি বিদেশি খেলোয়াড়রা বিমানযাত্রার টিকিট পাওয়ার ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে।'

এবারের বিপিএলের শুরু থেকে একাধিক দলের খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে পারিশ্রমিক ইস্যুতে সবচেয়ে জর্জরিত রাজশাহী। গতকাল মিরপুরে বিসিবি কার্যালয়ে হাজির হয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এক সংবাদ সম্মেলনে জানান, পারিশ্রমিক না দিলে রাজশাহীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিসিবিকে সহায়তা করবেন তারা।

Comments

The Daily Star  | English

Protesters set Nepal parliament on fire

Hundreds have breached the parliament area and torched the main building, a spokesman for the Parliament Secretariat says

56m ago