বিপিএলের খেলা হচ্ছে না চট্টগ্রামে, নতুন সূচি প্রকাশ
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রামে কোনো খেলা অনুষ্ঠিত হচ্ছে না। এই ভেন্যু বাদ পড়ায় নতুন সূচিতে সিলেট পর্ব চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত।
বুধবার বিপিএলের চলমান আসরের বাকি অংশের জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রচার-সরঞ্জাম সংক্রান্ত জটিলতা ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলের প্রস্তুতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২ জানুয়ারি পর্যন্ত সিলেটে বিপিএলের খেলা হওয়ার কথা ছিল। এরপর চট্টগ্রাম পর্ব মাঠে গড়ানোর কথা ছিল ৫ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত।
এর আগে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু দ্য ডেইলি স্টারকে চট্টগ্রামে খেলা না হওয়ার সম্ভাবনার কথা নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে তাদের হাতে বিকল্প খুব কম।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল মঙ্গলবারের দুটি ম্যাচ স্থগিত হওয়ায় পুরো সূচি ওলটপালট হয়ে যায়। এদিন সাধারণ ছুটি থাকায় ওই ম্যাচগুলো আগামী ৪ জানুয়ারি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আসে। এতে করে ৫ জানুয়ারি চট্টগ্রাম পর্ব শুরু করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।
নতুন সূচি প্রকাশের আগে ইফতেখার বলেন, 'আমরা এই দুই দিন সমন্বয় করার চেষ্টা করছি। আজ আবারও বৈঠকে বসব। একটি বিকল্প হলো চট্টগ্রামে খেলা না রাখা, আর অন্যটি হলো ফাইনাল পিছিয়ে দেওয়া... সিলেট থেকে সম্প্রচারের যন্ত্রপাতি নিতে যে সময় লাগে, সেই সময় বাঁচাতেই মূলত চট্টগ্রাম পর্ব বাতিলের চিন্তা করা হচ্ছে।'
চট্টগ্রাম পর্ব ছেঁটে ফেলার পর তিনি বলেন, 'বাংলাদেশ দলের ২৬ জানুয়ারি দেশ ছাড়ার কথা রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে কোচদের সঙ্গে জাতীয় দলের খেলোয়াড়দের কিছুটা সময় দেওয়ার প্রয়োজন।'
ঢাকা পর্ব অবশ্য আগের সূচি অনুসারেই আগামী ১২ জানুয়ারি শুরু হয়ে ২৩ জানুয়ারি অনুষ্ঠেয় ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। তবে নতুন সূচিতে বেশিরভাগ ম্যাচের দিনক্ষণ পাল্টে গেছে।


Comments