পারফরম্যান্সে সার্থক পুরস্কার: কোটি টাকার নাঈম

ছবি: ফিরোজ আহমেদ

১২ বছর পর ফের নিলাম পদ্ধতিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় নির্বাচন। আর এ প্রত্যাবর্তন ছিল চমকে ভরা, স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দাম তুলে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন টপ-অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম। তরুণদের দাপটে পিছিয়ে পড়লেন অভিজ্ঞরাও।

ক্যাটাগরি 'এ'-তে ভিত্তিমূল্য ৫০ লাখ টাকায় তালিকাভুক্ত ছিলেন নাঈম শেখ। সেখানে চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স ও নোয়াখালী এক্সপ্রেসের টানাটানিতে শেষ পর্যন্ত চট্টগ্রাম দলে যোগ দিলেন তিনি ১ কোটি ১০ লাখ টাকায়, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।

জাতীয় ক্রিকেট লিগে বর্তমানে সিলেটে অবস্থান করছেন নাঈম, যেখানে তিনি ময়মনসিংহ বিভাগের হয়ে খেলছেন বরিশালের বিপক্ষে। আলো কমে ম্যাচ দ্রুত শেষ হওয়ায় সতীর্থদের সঙ্গে দলীয় বাসে ফেরার পথেই দেখেছেন নিজের নাম তোলপাড় তোলা সেই নিলাম।

তিনি বলেন, 'বেশি কিছু আশা করিনি, তবে উত্তেজনা ছিল। যখন দাম এতদূর উঠল, সবাই বাসে চিৎকার শুরু করে। গত বছর ভালো পারফর্ম করেছি, তারই ফল এই পুরস্কার। যারা পারফর্ম করে, তাদের স্বীকৃতি পাওয়া উচিত, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি।'

গত মৌসুমে ৫১১ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর আসন দখল করেছিলেন নাঈম। দাম যাই হোক, প্রতিটি দলে একই আবেগ নিয়ে খেলবেন বলেও জানিয়েছেন তিনি, 'ভিত্তিমূল্যেই বিক্রি হলেও আমার নিবেদন বদলাত না। যেই দলের হয়ে খেলি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি—এটা অপরিবর্তিত থাকবে ইনশাআল্লাহ।'

অন্যদিকে একই ক্যাটাগরির আরেক নাম লিটন দাস গেলেন রংপুর রাইডার্সে ৭০ লাখ টাকায়, নাঈমের থেকে বেশ কম মূল্যে। তবে ক্যাটাগরি 'বি'-তে থাকা তৌহিদ হৃদয়কে পেতে রাইডার্সকে ব্যয় করতে হয়েছে ৯২ লাখ টাকা, যা স্থানীয় তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ।

উজ্জ্বল পারফরম্যান্সে তুমুল নজর কাড়লেন নতুন মুখ দুজন, এশিয়া কাপ রাইজিং স্টারসে আলো ছড়ানো হাবিবুর রহমান সোহান ও আব্দুল গাফফার সাকলাইন। ক্যাটাগরি 'ডি'-তে ১৮ লাখ ভিত্তিমূল্যে থাকা সোহানকে ৫০ লাখে দলে নিল নোয়াখালী। আর মাত্র এক বছর আগে লিস্ট 'এ' ক্রিকেটে অভিষেক হওয়া সাকলাইনকে ৪৪ লাখে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স।

চমক ছিল অভিজ্ঞদের ক্ষেত্রেও। প্রথম ডাকে দল না পেলেও পরে একই ক্যাটাগরিতে ফের তোলা হলে রাজশাহী দলে নেন মুশফিকুর রহিম, আর মাহমুদউল্লাহকে দলে ভেড়ায় রংপুর।

বিদেশি কোটা এবার দলগুলো বেশ সংযতভাবেই পূরণ করেছে। ছয় ফ্র্যাঞ্চাইজিই মাত্র দুইজন করে বিদেশি খেলোয়াড় নেয়। শ্রীলঙ্কার দাসুন শানাকা পান বিদেশিদের মধ্যে সর্বোচ্চ মূল্য, ৫৫ হাজার ডলারে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলতে। যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সকে নেয় সিলেট, আর ইতালির এমিলিও গে যাচ্ছেন রংপুরে।

১২ বছর পর নিলামের ফেরায় বিপিএল যেন আবারও আলোচনার কেন্দ্রে, আর সেই আলোর কেন্দ্রে উজ্জ্বলতম নাম মোহাম্মদ নাঈম। পারফরম্যান্স, প্রত্যাশা ও পুরস্কারের নিখুঁত সমন্বয়ে তার এই সাফল্য স্মরণীয়ই হয়ে থাকছে।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

12h ago