রনি-লিটনের বিদায়ের পর হাল ধরেছেন শান্ত-হৃদয়

ফাইল ছবি: ফিরোজ আহমেদ

প্রায় আট বছর পর একাদশে ফেরা রনি তালুকদার দারুণ কিছু শট খেলে বিদায় নিলেন। লিটন দাসও বেশিদূর এগোতে পারলেন না। মাঝারি লক্ষ্য তাড়ায় দারুণ শুরুর পর দুই ওপেনারকে হারিয়ে ধাক্কা খেল বাংলাদেশ। তা সামলে দলের রানের চাকা সচল রেখেছেন নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়।

বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান করেছে সফরকারীরা। এই প্রতিবেদন লেখার সময়, পাওয়ার প্লে শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৭১ রান।

ক্রিজে আছেন তিনে নামা বাঁহাতি শান্ত ও অভিষেক টি-টোয়েন্টি খেলতে চার নম্বরে নামা হৃদয়। শান্ত ১২ বলে ২৭ ও হৃদয় ৬ বলে ১০ রানে খেলছেন।

স্যাম কারানের করা ইনিংসের প্রথম ওভারে মুখোমুখি হওয়া প্রথম বলে চার মারেন রনি। ক্রিস ওকসের করা পরের ওভারে দুই চার আসে তার ব্যাট থেকে। পরের ওভারে জোফরা আর্চারকেও চার মেরে স্বাগত জানান লিটন ও রনি।

২১ বলে ৩৩ রানের উড়ন্ত উদ্বোধনী জুটি ভাঙে চতুর্থ ওভারে। লেগ স্পিনার আদিল রশিদের গুগলিতে বোল্ড হন রনি। ১৪ বলে ৪ চারে ২১ রান করেন তিনি। এক বল পর শান্তর বিপক্ষে এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। রিপ্লেতে দেখা যায়, রিভার্স সুইপ করার সময় বল তার গ্লাভসে লেগেছিল।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যর্থ হওয়া লিটন আভাস দিলেও ইনিংস লম্বা করতে পারেননি। আর্চারের অফ স্টাম্পের বাইরের বল পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন তিনি। বল উঠে যায় আকাশে। মিড অনে অনায়াস ক্যাচ লুফে নেন ওকস। ১০ বলে ২ চারে লিটনের রান ১২।

পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫৪ রান তোলে বাংলাদেশ। পাওয়ার প্লের শেষ দুই বলে ওকসকে টানা চার মারেন অভিষিক্ত তরুণ ব্যাটার হৃদয়। পরের ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসা পেসার মার্ক উডের ওপর তাণ্ডব চালান শান্ত। প্রথম চার বলেই বাউন্ডারি আনেন তিনি। সব মিলিয়ে ওই ওভারে আসে ১৭ রান। ফলে রনি-লিটন আউট হলেও জয়ের কক্ষপথে রয়েছে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

11h ago