রিকেলটনের সেঞ্চুরিতে আফগানদের গুঁড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা

ছবি: এএফপি

রায়ান রিকেলটনের প্রথম ওয়ানডে সেঞ্চুরির পাশাপাশি দক্ষিণ আফ্রিকার তিনজন করলেন ফিফটি। এতে বড় পুঁজি মিলল তাদের। রান তাড়ায় আফগানিস্তানের রহমত শাহ লড়াই করলেও পেলেন না কোনো সঙ্গী। আর কেউ যেতে পারলেন না বিশের ঘরেও। আফগানদের উড়িয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ শুরু পেল প্রোটিয়ারা।

শুক্রবার করাচির জাতীয় স্টেডিয়ামে 'বি' গ্রুপের ম্যাচে ১০৭ রানের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩১৫ রান তোলে তারা। জবাবে ৪৩.৩ ওভারে আফগানিস্তান গুটিয়ে যায় ২০৮ রানে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষিক্ত দলটির এটি ছিল প্রথম ম্যাচ।

ম্যাচসেরার পুরস্কার জেতেন ১০৩ রানের ঝলমলে ইনিংস খেলা ওপেনার রিকেলটন। ১০৬ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে সাতটি চার ও একটি ছক্কা। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা করেন ৭৬ বলে ৫৮ রান। রাসি ফন ডার ডাসেনের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৫২ রানের আক্রমণাত্মক ইনিংস। শেষদিকে ঝড় তুলে ৩৬ বলে ৫২ রানে অপরাজিত থাকেন এইডেন মার্করাম।

আফগানদের পক্ষে সর্বোচ্চ ৯০ রান আসে চারে নামা রহমতের ব্যাট থেকে। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৯২ বলে নয়টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। তাকে সাজঘরে পাঠানো কাগিসো রাবাদা ম্যাচে ছিলেন দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার। ডানহাতি পেসার ৩ উইকেট শিকার করেন ৩৬ রানে। অন্য দুই পেসার লুঙ্গি এনগিডি ও ভিয়ান মুল্ডার নেন দুটি করে উইকেট।

জিততে হলে রেকর্ড গড়তে হতো আফগানদের। ওয়ানডেতে কখনোই ৩০০ রান বা তার চেয়ে বেশি তাড়া করে সফল হয়নি তারা। এবারও পারেনি। যেখানে প্রয়োজন ছিল ভালো শুরুর, সেখানে টপাটপ উইকেট খুইয়ে বিপাকে পড়ে যায় তারা। প্রোটিয়া পেসারদের তোপে ৫০ রানের মধ্যে বিদায় নেন চারজন।

এনগিডির বলে ক্যাচ তোলা রহমানউল্লাহ গুরবাজ ১৪ বলে করেন ১০ রান। আরেক ওপেনার ইব্রাহিম জাদরান রাবাদার ডেলিভারিতে বোল্ড হন ২৯ বলে ১৭ রানে। সেদিকউল্লাহ অটল রানআউটে থামেন ৩২ বলে ১৬ রানে। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি রানের খাতাই খুলতে পারেননি। ৪ বলে খেলে প্রতিপক্ষ দলনেতা বাভুমার তালুবন্দি হয়ে শিকার হন মুল্ডারের।

নড়বড়ে ভিতের ওপর দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা আর গড়তে পারেনি আফগানিস্তান। বাকিদের নিয়ে ছোট ছোট জুটি গড়ে কেবল হারের ব্যবধানই কমাতে পারেন রহমত। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে দুজনের ব্যাট থেকে। তারা হলেন ছয়ে নামা আজমতউল্লাহ ওমরজাই ও নয়ে নামা রশিদ খান। নিয়ন্ত্রিত বোলিং পারফরম্যান্স প্রদর্শন করা দক্ষিণ আফ্রিকা অতিরিক্ত হিসেবে খরচ করে মাত্র ৯ রান।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের রিপোর্ট পড়ুন এখানে।

Comments

The Daily Star  | English

NCP struggles to steady ship ahead of polls

Despite submitting nomination papers, the party remains short of election-ready structures, with crucial tasks, such as strategy-setting and manifesto drafting, either stalled or unfinished.

13h ago