রিজার্ভ থেকে ওমানের বিশ্বকাপ দলের নেতৃত্বে ওমান

ছবি: আইসিসি

দুই বছর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল স্কোয়াডে জায়গা হয়নি জতিন্দর সিংয়ের। সেই ধাক্কা সামলে আসন্ন বিশ্বমঞ্চে তিনিই ওমানকে নেতৃত্ব দেবেন।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওমান। জতিন্দরকে অধিনায়ক করার পাশাপাশি সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বিনায়ক শুক্লাকে।

ফর্মহীনতায় ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ তালিকায় ছিলেন জতিন্দর। ৩৬ বছর বয়সী এই ব্যাটার এখন ওমানের সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহক।

স্কোয়াডে পাঁচটি পরিবর্তন আনা হয়েছে, যেখানে ডাক পেয়েছেন ওয়াসিম আলী, করণ সোনাভেল ও শফিক জানের মতো ক্রিকেটাররা। তবে বাদ পড়েছেন ৪৪ বছর বয়সী অভিজ্ঞ আমির কলিম। 

আগামী ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ওমানের বিশ্বকাপ মিশন। 'বি' গ্রুপের বাকি দলগুলো হলো শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ওমান দল:

জতিন্দর সিং (অধিনায়ক), বিনায়ক শুক্লা (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাদিম, শাকিল আহমেদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলী, করণ সোনাভেল, ফয়সাল শাহ, নাদিম খান, সুফিয়ান মেহমুদ, জয় ওডেড্রা, শফিক জান, আশিস ওডেড্রা, জিতেন রমানন্দি ও হাসনাইন আলী শাহ।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

3h ago