বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে, এই দাবি নাকচ করল বিসিবি
নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করেছে বলে ইএসপিএন-ক্রিকইনফোর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল। বুধবার সেই দাবি নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বিসিবি গতকাল মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে বসেছিল। তবে আলোচনার পর সেখানে কী সিদ্ধান্ত এসেছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
ক্রিকইনফোর দাবি ছিল, ওই বৈঠকে বিসিবিকে আইসিসি স্পষ্টভাবে আরও জানিয়েছে, বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দলকে ভারতে ভ্রমণ করতেই হবে। সেটা না হলে পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে হবে। তবে বিসিবির একজন শীর্ষ কর্মকর্তা সেই দাবিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন এবং প্রতিবেদনটিকে ভুল ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির ওই কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'আইসিসি গতকাল রাতে আমাদের ই-মেইলের (চিঠির) উত্তর দিয়েছে। ইএসপিএন-ক্রিকইনফো যে খবরটি প্রকাশ করেছে তা সঠিক নয়। কোনো কনফারেন্স কল বা ভার্চুয়াল বৈঠক হয়নি। তারা আমাদেরকে একটি ই-মেইল পাঠিয়েছে এবং কিছু বিষয়ে জানতে চেয়েছে। আমরা শীঘ্রই একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব জানাব।'
তিনি যোগ করেন, আইসিসির পক্ষ থেকে পাঠানো বার্তায় চূড়ান্ত সময়সীমা বা 'আল্টিমেটাম' পায়নি বিসিবি, 'ই-মেইলে কোনো ধরনের আল্টিমেটাম বা এ জাতীয় কোনো ইস্যুর উল্লেখ ছিল না।'
গত রোববার বিসিবি আইসিসিকে একটি চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানোর পর এটিই আইসিসির প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলছে টানাপোড়েন ও অনিশ্চয়তা। যার সূত্রপাত ঘটে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ায়। আসরটির আগামী মৌসুমে খেলতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। তবে বিসিসিআইয়ের নির্দেশে গত শনিবার তাকে দল থেকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা।
মোস্তাফিজকে রাজনৈতিক কারণে বাদ দেওয়ায় বাংলাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে তৈরি হয়েছে এক নজিরবিহীন উত্তেজনা ও উত্তাপ। যার রেশ গড়িয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
অন্তর্বর্তী সরকারের পরামর্শে উদ্ভূত পরিস্থিতিতে বিসিবি জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নেয়, নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ দল ভারত সফর করবে না। আইসিসিকে চিঠি পাঠিয়ে বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে তারা। পাশাপাশি সরকারের তথ্য মন্ত্রণালয় ঘোষণা দেয় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার।
২০ দল নিয়ে বিশ্বকাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে এই আসর। গ্রুপ 'সি'তে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচের ভেন্যু কলকাতা। সেখানে তাদের প্রতিপক্ষ যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ড। নেপালের বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচের ভেন্যু মুম্বাই।

Comments