সবার আগে প্রয়োজন সরকারের সদিচ্ছা ও মনোযোগ: রিজওয়ানুল ইসলাম

গত দুই দশক ধরে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো হলেও সে অনুযায়ী কর্মসংস্থান বাড়েনি, বরং যুবকদের মধ্যে বেড়েছে বেকারত্বের হার। আর কর্মসংস্থান যতটুকু হচ্ছে তার বেশিরভাগই অনানুষ্ঠানিক খাতে। জিনিসপত্রের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ছে না শ্রমিকের মজুরি। ফলে দিন দিন খারাপ হচ্ছে তাদের জীবনমান।

কেন হচ্ছে এমন? কেন অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য করে কর্মসংস্থান বাড়ছে না? কেন মজুরি বাড়ছে না? কীভাবে এই সংকট মোকাবিলা করতে হবে—এসব নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা, জেনাভার সাবেক বিশেষ উপদেষ্টা, অর্থনীতিবিদ রিজওয়ানুল ইসলাম।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

15h ago