কাবরেরা কি বাংলাদেশের জন্য আদর্শ কোচ?
জাতীয় স্টেডিয়ামে হৃদয়বিদারক পরাজয়ের পর এবার সবার চোখ হংকং-এর কাই তাক স্পোর্টস পার্কে। ঘরের মাঠে হারের পর হ্যাভিয়ের কাবরেরা চাপের মুখে রয়েছেন, তার দল নির্বাচন নিয়ে আগেও সমালোচনা ছিলো, সেটা আরও বেড়েছে। এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে হংকং-এর বিপক্ষে ফিরতি ম্যাচের ফলই হামজা, শমিত এবং দলের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কাবরেরা কোন প্রথম একাদশকে মাঠে নামাবেন এবং এই কোচের অধীনে বাংলাদেশ কতদূর এগোতে পারবে—এগুলোই দ্য ডেইলি স্টারের নিয়মিত ক্রীড়া পডকাস্ট, 'পিচ পারফেক্ট'-এ আলোচিত বিষয়।
Comments