গত সপ্তাহে একের পর এক অ্যাপলের শীর্ষ কর্মকর্তা পদত্যাগের ঘোষণা দেন।
এই সমীকরণই আগামী শিক্ষাব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ গণিত—যেখানে মানুষ ও মেশিন মিলেমিশে লিখবে বুদ্ধিমত্তার নতুন ইতিহাস।
ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়, এ ধরনের ব্যবহারকারীরা সম্ভবত চ্যাটজিপিটির সঙ্গে এমনভাবে কথা বলেন, যা তাদের একাকীত্ব বাড়ায় ও প্রযুক্তির ওপর মানসিক নির্ভরতা তৈরি করে। এতে তাদের সামাজিক সম্পৃক্ততা কমে যায়।
টেক জায়ান্ট অ্যাপল আবারও তাদের পুরনো গ্যাজেটগুলোর কিছু পণ্যকে ‘অপ্রচলিত’ বা বাতিল তালিকায় যোগ করেছে।
জানা যাচ্ছে, আইফোন ১৮তে কিছু বড় পরিবর্তন আনতে চলেছে অ্যাপল। ডিজাইন থেকে শুরু করে চিপ পর্যন্ত পরিবর্তন হতে পারে।
তবে আশঙ্কা নেই, মেশিনটি মানুষকে কাপড়ের মতো ঘুরপাক খাওয়াবে না।
টেক জায়ান্ট কোম্পানিটি ফেসবুক রিলস নির্মাতাদের জন্য একটি নতুন টুল চালু করেছে। এই টুল অন্য অ্যাকাউন্ট থেকে অনুমতি ছাড়া পুনরায় কনটেন্ট পোস্ট ঠেকাবে বলে ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়।
বিবিসি জানায়, ‘মঙ্গলবার হঠাৎ করেই ক্লাউডফ্লেয়ারের একটি পরিষেবায় অস্বাভাবিক ট্রাফিক তৈরি হয়। তখন থেকেই সমস্যার শুরু। তাৎক্ষণিক এর কারণ জানা যায়নি।’
গত সপ্তাহে একের পর এক অ্যাপলের শীর্ষ কর্মকর্তা পদত্যাগের ঘোষণা দেন।
এই সমীকরণই আগামী শিক্ষাব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ গণিত—যেখানে মানুষ ও মেশিন মিলেমিশে লিখবে বুদ্ধিমত্তার নতুন ইতিহাস।
ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়, এ ধরনের ব্যবহারকারীরা সম্ভবত চ্যাটজিপিটির সঙ্গে এমনভাবে কথা বলেন, যা তাদের একাকীত্ব বাড়ায় ও প্রযুক্তির ওপর মানসিক নির্ভরতা তৈরি করে। এতে তাদের সামাজিক সম্পৃক্ততা কমে যায়।
টেক জায়ান্ট অ্যাপল আবারও তাদের পুরনো গ্যাজেটগুলোর কিছু পণ্যকে ‘অপ্রচলিত’ বা বাতিল তালিকায় যোগ করেছে।
জানা যাচ্ছে, আইফোন ১৮তে কিছু বড় পরিবর্তন আনতে চলেছে অ্যাপল। ডিজাইন থেকে শুরু করে চিপ পর্যন্ত পরিবর্তন হতে পারে।
তবে আশঙ্কা নেই, মেশিনটি মানুষকে কাপড়ের মতো ঘুরপাক খাওয়াবে না।
টেক জায়ান্ট কোম্পানিটি ফেসবুক রিলস নির্মাতাদের জন্য একটি নতুন টুল চালু করেছে। এই টুল অন্য অ্যাকাউন্ট থেকে অনুমতি ছাড়া পুনরায় কনটেন্ট পোস্ট ঠেকাবে বলে ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়।
বিবিসি জানায়, ‘মঙ্গলবার হঠাৎ করেই ক্লাউডফ্লেয়ারের একটি পরিষেবায় অস্বাভাবিক ট্রাফিক তৈরি হয়। তখন থেকেই সমস্যার শুরু। তাৎক্ষণিক এর কারণ জানা যায়নি।’
তারা এসে আবার চলে যায়, কিন্তু রেখে যায় অনন্ত এক প্রশ্ন—অজানা এই মহাবিশ্বে আমরা একা নাকি অসংখ্য জগতের অংশ?
ভারতে চলতি বছরের শেষ নাগাদ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটি ছাড়াবে বলে অনুমান করা হচ্ছে। এরই মধ্যে ভারত সরকার গত জুন মাসে ইলন মাস্কের স্টারলিংককে দেশটিতে কাজ করার লাইসেন্স দিয়েছে।