বেরোবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে (পার্কের মোড়) শিক্ষার্থীদের অবস্থান। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। 

এ কারণে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে রংপুর ও ঢাকার সঙ্গে লালমনিরহাট ও কুড়িগ্রামের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী দ্য ডেইলি স্টারকে ধাওয়া-পাল্টা ধাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

এতে ৪ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিঠা উৎসবে এক শিক্ষার্থীকে উত্যক্ত করা নিয়ে বহিরাগত একজনের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। 

এর জেরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্থানীয়রা আটক করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করতে গেলে কথা কাটাকাটি থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

রাত ১০টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

প্রক্টর গোলাম রব্বানী বলেন, 'খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।'

জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের ডেইলি স্টারকে জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে। 

এর আগে ২০১৭ সালে মার্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছিল।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

10h ago