চতুর্থ দিনের মতো বন্ধ চবির শাটল ট্রেন, ভোগান্তিতে শিক্ষার্থীরা

চতুর্থ দিনের মতো বন্ধ চবির শাটল ট্রেন, ভোগান্তিতে শিক্ষার্থীরা
ফাইল ছবি: সংগৃহীত

শাটল ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা চলমান থাকায় গণপরিবহনে যাতায়াত করতে গিয়ে অনেক শিক্ষার্থীকে দুর্ভোগে পড়তে হয়েছে। 

আজ রোববার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী কোনো ট্রেন ছেড়ে যায়নি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিউল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাধ্য হয়ে তিনটি গাড়ি বদলিয়ে ক্যাম্পাসে এসেছি ক্লাস করার জন্য।'

চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিরাপত্তা নিশ্চিত না হলে ট্রেন চালাবে না বলে ঘোষণা দিয়েছেন লোকোমাস্টাররা।'

চবির প্রক্টর নুরুল আজিম শিকদার বলেন, 'আমরা ট্রেন চালুর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছি। বিকল্প হিসেবে বটতলী ও ষোলশহর থেকে বাস চালু করেছি শিক্ষার্থীদের জন্য।'

গত বৃহস্পতিবার ট্রেন দুর্ঘটনার জেরে লোকোমাস্টারদের লাঞ্ছিতের পর ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেলওয়ে।

 

Comments

The Daily Star  | English

Trump deploys Marines as tensions rise over Los Angeles protests

Trump had already mobilized 2,000 National Guard members to the country's second most populous city on Saturday

4h ago