প্রধানমন্ত্রী যেহেতু চান না আমি যাই, দয়া করে আমাকে সহ্য করুন: চবি উপাচার্য

নবনির্মিত দুটি ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, প্রধানমন্ত্রী যখন চাইবেন তখনই তিনি পদত্যাগ করবেন। ততদিন পর্যন্ত তাকে সহ্য করার অনুরোধ জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার সকালে চবি ক্যাম্পাসে নবনির্মিত দুটি ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

চবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় উপাচার্য শিরিণ আখতার বলেন, 'প্রধানমন্ত্রী যখন চাইবেন, আমি চলে যাব। এখন তিনি চান না, আমি কী করব? তাই আমাকে থাকতেই হচ্ছে। প্রধানমন্ত্রী যখন চান না, দয়া করে আমাকে একটু সহ্য করুন।'  

শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের উদ্দেশে উপাচার্য বলেন, 'প্রধানমন্ত্রী যেহেতু চান না আমি চলে যাই, দয়া করে আমাকে সহ্য করুন। তিনি যখন বলবেন, আমি আসন (পদ) ছেড়ে দিয়ে চলে যাব। আপনারা ততদিন পর্যন্ত আমাকে একটু ভালো রাখুন।'

'আপনারা আমার বিরুদ্ধে যাই বলেন না কেন, বলতে পারেন। তবে আমার কানে না এলেই হয়। আমাকে আমার দায়িত্ব পালন করতে দিন,' যোগ করেন তিনি।

উপাচার্য শিরিণ আখতার আরও বলেন, 'আমি একজন বীর মুক্তিযোদ্ধার কন্যা এবং একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। তাই আমি মাঠ ছাড়ব না, আমি ভয় পাই না। উপরে আল্লাহ আমার সহায় আছেন, আর নীচে সহায় আছেন শেখ হাসিনা।'

'পদ ছাড়তে কোনো আপত্তি নেই' উল্লেখ করে চবি উপাচার্য বলেন, 'আমি চলে যেতে পারলে ভালো হতো। আমারও একটু বিশ্রামের দরকার ছিল। একটু লেখালেখি, ঘুরে বেড়ানো দরকার ছিল।'

 

Comments

The Daily Star  | English
government

Govt to act with people’s backing if blocked from responsibilities: Advisory council

"The Advisory Council believes that a broader unity is essential to maintain national stability"

9m ago