কোটা আন্দোলন ঠেকাতে চবির শাটল ট্রেনের চাবি ছিনতাই ছাত্রলীগের

কোটা সংস্কার আন্দোলন ঠেকাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের চাবি ছাত্রলীগ নেতাকর্মীরা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঠেকাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের চাবি ছিনিয়ে নিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

আজ দুপুর আড়াইটার দিকে শাটল ট্রেনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের চট্টগ্রাম শহরে যাওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের পরিবহণের প্রধান বাহন শাটল ট্রেন এখনো বিশ্ববিদ্যালয় স্টেশনে দাড়িয়ে আছে।

ট্রেনের চাবি ছিনিয়ে নেওয়ার বিষয়ে নগরের ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাজনৈতিক দলের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমাণ শাটল ট্রেনের চালকের কাছ থেকে জোরপূর্বক ট্রেনের চাবি ছিনিয়ে নিয়েছে। এ কারণে ট্রেন চলাচল বন্ধ আছে।'

চবি শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনকারীরা আজ সকালে কর্মসূচি ঘোষণা করেছিল যে দুপুর আড়াইটার সময় শাটল ট্রেনে করে চট্টগ্রাম শহরের ষোলশহর রেল স্টেশনে সমবেত হবেন। সেখানে বিক্ষোভ সমাবেশের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, কোটা সংস্কার আন্দোলনকারীরা যাতে শাটল ট্রেনে উঠতে না পারেন, তার জন্য ট্রেনের প্রতিটি বগির সামনে ছাত্রলীগ কর্মীরা অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা ট্রেনে উঠতে গেলে তাদের বাধা দেয় হয়।

বর্তমানে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

6h ago