ঢাবি প্রক্টর অধ্যাপক মাকসুদুর ও ১৩ সহকারী প্রক্টরের পদত্যাগ

অধ্যাপক এম মাকসুদুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানসহ প্রক্টরিয়াল বডির ১৪ সদস্য পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার তারা উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তারা আমার কাছে পদত্যাগপত্র দিয়েছেন।'

প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান গত বছরের ৫ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। আজ তিনি ও ১৩ সহকারী প্রক্টর পদত্যাগপত্র দিয়েছেন।

 

Comments

The Daily Star  | English

BNP sticks to demand for polls by December

In a meeting with Chief Adviser Prof Muhammad Yunus last night, the BNP restated its demands that the next general election be held by December and the government immediately announce a roadmap to that end.

55m ago