সাম্য হত্যা: ঢাবি ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার এবং দায়িত্ব অবহেলার অভিযোগে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল।
উপাচার্যের কার্যালয়ের সামনে ঢাবি ছাত্রদল আজ সোমবার দুপুরে প্রায় আড়াই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে।
ঢাবি ছাত্রদল সভাপতি জিসি রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে দুপুর ১২টায় তারা সেখানে অবস্থান নেয়।
দুপুর আড়াইটার দিকে তারা সেখান থেকে চলে যান। তবে এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।
ঢাবি ছাত্রদল সভাপতি সাহস গণমাধ্যমকে বলেন, 'সাম্য হত্যার ১৩ দিন হয়ে গেলেও বিচারের বিষয়ে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। উপাচার্য ও প্রক্টর কোনো সন্তোষজনক উত্তর দেননি।'
'আমরা শুধু সাম্য হত্যার বিচার দাবি করছি না, বরং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ব্যর্থ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিও জানাচ্ছি,' বলেন তিনি।
ঢাবি ছাত্রদল সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, 'সাম্য জুলাই গণঅভ্যুত্থানের একজন সম্মুখ যোদ্ধা ছিলেন। উপাচার্য ও প্রক্টর একজন জুলাই যোদ্ধার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। আমরা তাদের পদত্যাগ দাবি করছি।'
দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
গত ১৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে হত্যা করা হয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের স্যার এ এফ রহমান হল ইউনিটের সাহিত্য সম্পাদক সাম্যকে।
Comments