ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।
নিজের রুমমেটকে হত্যার উদ্দেশ্যে আক্রমণের অভিযোগে হাজী মুহম্মদ মুহসীন হল প্রশাসন বাদী হয়ে এই মামলা দায়ের করে। আজ বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
গতরাতে ঘটনার পর পরই জালালকে হল থেকে বহিষ্কার করা হয়। জুনিয়র রুমমেট মো. রবিউল হককে কাঠের চেয়ার ও ভাঙা টিউবলাইট দিয়ে গুরুতর জখম করার অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেন প্রাধ্যক্ষ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষের বাসিন্দা মো. রবিউল হককে সিনিয়র শিক্ষার্থী হওয়ার সুবাদে জালাল বিভিন্ন সময়ে হয়রানি করতেন।
এজাহারে বলা হয়, গতরাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জালাল কক্ষে প্রবেশ করে উচ্চ শব্দে চেয়ার টানা-হেঁচড়া করতে থাকেন এবং লাইট জ্বালিয়ে রবিউলের ঘুমের ব্যাঘাত ঘটান। রবিউল সকালে লাইব্রেরিতে যাওয়ার কথা বলে জালালকে আস্তে শব্দ করতে অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তর্কবিতর্কের একপর্যায়ে জালাল রবিউলকে প্রথমে কাঠের চেয়ার দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করেন। রবিউল হাত দিয়ে তা প্রতিহত করলেও কপালে জখম হয়। এরপর জালাল কক্ষের একটি পুরোনো টিউবলাইট দিয়ে পুনরায় রবিউলের মাথায় আঘাত করতে গেলে তা বুকের বাম পাশে লেগে ভেঙে যায়। পরবর্তীতে সেই ভাঙা টিউবলাইট দিয়ে জালাল আবারও আঘাত করতে গেলে রবিউল বাম হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন এবং জখম হন।
পরে হলের অন্য শিক্ষার্থীরা আহত রবিউলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
Comments