চাকসু নির্বাচন ঘোষণার পরই সংঘর্ষ, থাকতে পারে ভিন্ন কারণ: চবি উপাচার্য

ছবি: স্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার বলেছেন, চাকসু নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই এ ঘটনা ঘটেছে। এতে ভিন্ন কোনো কারণও থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

রোববার রাতে উপাচার্যের সম্মেলন কক্ষে চলমান পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

চবি উপাচার্য বলেন, 'আমরা এখনো তদন্ত কমিটি গঠন করিনি। হাটহাজারী থানা থেকে কোনো সহায়তা পাইনি। তবে সেনাবাহিনী, র‍্যাব, গোয়েন্দা সংস্থা ও বিজিবি অনেক পরে সাড়া দিয়েছে।'

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। আগামীকাল সিদ্ধান্ত নিয়ে তা জানানো হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আজ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। শিক্ষার্থীদের মধ্যে যারা দুই নম্বর গেটের আশপাশে থাকেন তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের হলগুলো উন্মুক্ত রাখা হবে। আহতদের চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় বহন করবে।

সংঘর্ষের ঘটনায় আজ একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি লুণ্ঠিত যেসব অস্ত্র জোবড়া গ্রামে রয়েছে তা উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে জোবরা-ফতেপুর এলাকাবাসীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী সম্পর্ক উন্নয়নের জন্য ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির দায়িত্বে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন। আজ দুপুর ১টায় এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দীন বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিকভাবে চেষ্টা করেছে বিষয়টি সুন্দরভাবে সমাধানের জন্য। কিন্তু বিভিন্ন স্টেকহোল্ডার ও এলাকাবাসীর কারণে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সহায়তায় সন্ধ্যার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।'

সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধি উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ছাত্র উপদেষ্টা, প্রক্টরিয়াল বডির সদস্যরা, সিন্ডিকেট সদস্য এস এম ফজলুল রহমান, সিন্ডিকেট সদস্য হাসমত উল্লাহ, পুলিশ প্রশাসন থেকে হাটহাজারী থানার ওসি, জেলা প্রশাসক, বিভিন্ন সংস্থার লোকজন, জাকির হোসেন সাবেক স্থানীয় চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান।

 

Comments

The Daily Star  | English
NBFI liquidation Bangladesh

NBFI depositors may get money back before Ramadan

Individual depositors of nine ailing non-bank financial institutions (NBFIs) lined up for liquidation may get back their principal amounts before Ramadan in February, said Bangladesh Bank Governor Ahsan H Mansur.

12h ago