হাইকোর্টের আদেশ স্থগিত, জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না অমর্ত্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি প্রার্থী হিসেবে অমর্ত্য রায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
আজ মঙ্গলবার বিকেলে হাইকোর্ট বিভাগের আদেশ স্থগিত করে এই আদেশ দেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
এর আগে হাইকোর্ট বিভাগ অমর্ত্যকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছিলেন।
হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ মো. রেজাউল হক এ স্থগিতাদেশ দেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি দ্য ডেইলি স্টারকে জানান, জাকসু নির্বাচন নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তবে আপিল বিভাগের চেম্বার জজের আদেশ অনুযায়ী অমর্ত্য রায় নির্বাচনে অংশ নিতে পারবেন না।
তিনি আরও বলেন, 'অমর্ত্য রায় অনিয়মিত শিক্ষার্থী হওয়ায় প্রাসঙ্গিক আইনের অধীনে তাকে জাকসু নির্বাচনে অংশ নিতে দেওয়া যায় না। এ কারণেই আপিল বিভাগের চেম্বার জজ হাইকোর্ট বিভাগের আদেশ স্থগিত করেছেন।'
শিশির মনিরকে সহায়তা করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন। অন্যদিকে অমর্ত্যের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মঞ্জুর-আল-মাতিন।
Comments