জাকসু: ফল ঘোষণায় দেরি, ক্লান্ত-হতাশ-ক্ষুব্ধ শিক্ষার্থীরা

জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে গণমাধ্যম ও প্রার্থীদের ভিড়। ছবি: পলাশ খান/স্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার কথা ছিল আজ শুক্রবার সকালে। কিন্তু পরে জানানো হয় দুপুরে হবে ফল প্রকাশ। এখন আবার নির্বাচন কমিশন জানিয়েছে ফল জানাতে রাত হয়ে যাবে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেও ফল না পেয়ে শিক্ষার্থী, শিক্ষক ও প্রার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

সকালে চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর কারণ হিসেবেও নির্বাচনের আয়োজনের অব্যবস্থাপনাকে দায়ী করছেন অনেকে।

ইতিহাস বিভাগের অধ্যাপক ও নওয়াব ফয়জুন্নেসা হলের রিটার্নিং অফিসার সুলতানা আখতার সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জান্নাতুলের মৃত্যুর জন্য নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করে বলেন, 'আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌস ভোট গণনার চাপ সহ্য করতে না পেরে মারা গেছেন। তিনি যথেষ্ট বিশ্রাম পাননি, রাতে ঘুমাতে পারেননি… তাকে জোর করে অফিসে এনে ভোট গুণতে বাধ্য করা হয়।'

'নির্বাচন কমিশন প্রথমে জানায় ভোট গণনা হবে ওএমআর মেশিনে। কিন্তু পরে হঠাৎ সিদ্ধান্ত বদলে ম্যানুয়াল গণনার সিদ্ধান্ত নেয়। প্রশ্ন হচ্ছে, ভোট গণনা যদি ম্যানুয়ালেই করতে হয়, তবে তা হলভিত্তিক করা হলো না কেন,' প্রশ্ন করেন তিনি।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাজিদ সিকদার শাওন দ্য ডেইলি স্টারকে বলেন, '৩৩ বছর পর আমরা অনেক আশা নিয়ে ভোট দিয়েছি। কিন্তু ফল ঘোষণায় এত দেরি সেই আনন্দকে ম্লান করে দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন কারচুপির ব্যাপারে। যদি প্রক্রিয়া স্বচ্ছ হয়, তাহলে ১১ হাজার ভোট গুনতে এত সময় লাগছে কেন? আমরা হতাশ।'

শিক্ষার্থী ঐক্য ফোরামের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আলী চিশতি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪০ হাজার ভোটার ছিল, সেখানে কয়েক ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ করা হয়। অথচ এখানে মাত্র ১১ হাজার ভোট, তারপরও গণনায় এত দেরি। আমরা সারারাত এজেন্টসহ অপেক্ষা করেছি। এখন সবাই ক্লান্ত আর হতাশ। প্রয়োজন হলে আরও জনবল নিয়োগ দিয়ে দ্রুত ফলাফল ঘোষণা করতে হবে।'

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম সাংবাদিকদের জানান, ভোট গণনায় দেরির প্রাথমিক সমস্যাগুলো কাটিয়ে ওঠা গেছে। রাত ১০টা থেকে ১১টার মধ্যে সব ভোট গণনা শেষ করে অনানুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।'

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ।

প্রথমে ওএমআর মেশিনে ভোট গণনা হবে বলে জানালেও, পরে মেশিন সরবরাহ নিয়ে ছাত্রদল ও শিবিরের পারস্পরিক দোষারোপের পর হাতে ব্যালট গোনার সিদ্ধান্ত হয়। পরে গতকাল সন্ধ্যা ৭টার দিকে বিভিন্ন হল থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে নেওয়া হয় এবং সব প্রস্তুতি শেষে রাত ১০টার পর শুরু হয় গণনা।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৯টি হল সংসদের ভোট গণনা শেষ হয়। বাকি দুটি হলের মধ্যে তাজউদ্দিন হলে গণনা এখনো চলছে, প্রীতিলতা হলে গণনা শুরু হয়নি। তারামন বিবি হলের ভোট বিকেল ৫টার দিকে গোনা শেষ হয়। হল সংসদের ভোট গোনা শেষ হলে শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গোনা।

নির্বাচনে মোট ১১ হাজার ৭৪৩ জন নিবন্ধিত ভোটার ছিলেন। তাদের মধ্যে প্রায় ৬৭–৬৮ শতাংশ ভোট দিয়েছেন বলে জানায় নির্বাচন কর্তৃপক্ষ।   

Comments

The Daily Star  | English

‘Vote counting could take the whole night’

Jucsu CEC says to speed up the process, more people have been involved

35m ago