জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল

জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল-সমর্থিত প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেন। ছবি: পলাশ খান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোট শেষ হওয়ার দেড় ঘণ্টা আগে তারা ভোট বর্জনের কথা জানান।

তাদের অভিযোগ, ব্যাপক অনিয়ম, ভোট কারচুপি ও প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে না।

এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল-সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী বলেন, 'শুরু থেকেই আমাদের আশঙ্কা ছিল এটি সাজানো নির্বাচন হবে। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছিলাম যে সুষ্ঠু নির্বাচন হবে না, কিন্তু প্রশাসন আমাদের দাবি উপেক্ষা করেছে।'

সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন হলে ভোটগ্রহণে অনিয়ম, জাল ভোট, নকল ব্যালট ব্যবহার, পোলিং এজেন্টদের কাজে বাধা দেওয়া এবং শিবির-সমর্থিত প্রার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি।

বৈশাখী বলেন, 'কয়েকটি হলে ভোটারদের আঙুলে দেওয়া অমোচনীয় কালির দাগ ভোট দেওয়ার পর মিলিয়ে গেছে। আবার কোথাও ভোটার তালিকায় ছবি না থাকায় দীর্ঘ সময় ভোট স্থগিত ছিল।'

তিনি আরও বলেন, 'শিবির-সমর্থিত প্রার্থী মেঘলা সাংবাদিক পরিচয়পত্র ব্যবহার করে ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন, অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আটকায়নি।'

'প্রশাসন স্পষ্টভাবে নিরপেক্ষতা হারিয়েছে,' বলেন বৈশাখী।

Comments

The Daily Star  | English

‘Vote counting could take the whole night’

Jucsu CEC says to speed up the process, more people have been involved

35m ago