জাকসু নির্বাচন: খালেদা জিয়া হলে ২ ঘণ্টায় ভোট পড়েছে ৫০টি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন চলছে। তবে নির্বাচনী আমেজ বা উৎসবের যে প্রত্যাশা ছিল, প্রথম দুই ঘণ্টায় তা ক্যাম্পাসে খুব একটা দেখা যায়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বেগম খালেদা জিয়া হলে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৫০টি।
কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক আউলাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, খালেদা জিয়া হল কেন্দ্রে মোট ভোটার ৪০৯ জন। প্রথম দুই ঘণ্টায় ৫০টি ভোট পড়েছে।
তিনি আরও বলেন, শুরুতে বিদ্যুৎ বিভ্রান্তির কারণে ভোট গ্রহণে কিছুটা সমস্যা হয়েছে। এখন সবকিছু ঠিক আছে। ভোটারের উপস্থিতি ভালো। বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছি।
Comments