জাকসু

ভোট গণনার মধ্যে গভীর রাতে জাবির বিভিন্ন গেটে শিবির সমর্থকদের অবস্থান

জাবির ডেইরি গেট এলাকায় শিবির সমর্থকদের অবস্থান। ছবি: স্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ফলাফল জানানো হবে আগামীকাল শুক্রবার। 

তবে এই ভোট গণনার মধ্যেই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোর সামনে ও আশেপাশে ছাত্রশিবিরের সমর্থকরা অবস্থান নিয়েছেন। 

তারা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ভালো করেছে, সেই উৎসাহ থেকেই তারা রাত জেগে ফলের জন্য অপেক্ষা করছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট ঘুরে দেখা যায়, ডেইরি গেট এলাকায় প্রায় ২০০, প্রান্তিক গেট এলাকায় প্রায় ২০০ এবং বিশমাইল গেট এলাকায় শিবিরের শতাধিক সমর্থক অপেক্ষা করছেন। 

ডেইরি গেট এলাকায় অবস্থানরত অবসরপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন রাত সাড়ে ১২টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এই বিশ্ববিদ্যালয়েও যদি ছাত্রশিবির ভালো করে তাহলে সারা দেশেই আলোড়ন তৈরি হবে। এই উৎসাহ থেকেই আমরা এখানে অপেক্ষা করছি। ফলাফল জেনে তারপর যাব।'

বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের কাছে শিবির সমর্থকদের অবস্থান নিতে দেখা গেছে। ছবি: পলাশ খান/স্টার

একই গেটে অপেক্ষারত রেজাউল করিম ডেইলি স্টারকে বলেন, 'ছাত্রশিবির শিক্ষাঙ্গনের নেতৃত্বে আসলে ভালো হবে। সেই আকাঙ্ক্ষা থেকেই এখানে অপেক্ষা করছি।'

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি আমি জানি না। সিকিউরিটি টিমকে জানাচ্ছি। তারা বিষয়টি দেখবে।'

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাবির ২১ হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়

তবে ভোট নিয়ে নানা অভিযোগ তুলে বিকেলে ও সন্ধ্যায় ছাত্রদলসহ অন্তত চারটি প্যানেল এ নির্বাচন বর্জন করে। একইসঙ্গে তারা নতুন করে জাকসু নির্বাচনের দাবি জানিয়েছে।
 

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

1h ago