জাকসু নির্বাচনে ব্যালট সরবরাহ করেছে জামায়াত সংশ্লিষ্ট কোম্পানি, দাবি ছাত্রদল ও বাগছাস সমর্থিত প্রার্থীর

জাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান অভিযোগ করেছেন, নির্বাচনে ভোটের জন্য ব্যবহৃত ব্যালট পেপার যে কোম্পানি সরবরাহ করেছে তার সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত।
তিনি দাবি করেন, ছাত্র শিবির ভোটে প্রভাব বিস্তার করে জয় নিশ্চিত করার পরিকল্পনা করছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মাওলানা ভাসানী হলে জরুরি সংবাদ সম্মেলনে শেখ সাদী হাসান নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেন।
তিনি বলেন, যখন জানা গেল, ভোট গণনায় ছাত্র শিবিরের প্যানেলকে জেতানোর জন্য কারচুপি হচ্ছে, তখন শিক্ষক ও ছাত্রদের চাপে নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে ওএমআর মেশিন ব্যবহার থেকে ম্যানুয়াল ভোটে সরে যায় এবং গেজেট জারি করে। কিন্তু আজকের নির্বাচনে এখনো সেই একই কোম্পানি থেকে আসা ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে।
ছাত্রদল নেতা দাবি করেন, নির্বাচন কমিশন জাকসু নির্বাচনের জন্য ব্যালট পেপার ও ওএমআর মেশিন একটি 'অজানা কোম্পানি' থেকে ক্রয় করেছে। কোম্পানিটি জামায়াতে ইসলামের সঙ্গে যুক্ত এবং যথাযথ ক্রয় প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, ছাত্র শিবির তাদের নিজস্ব কোম্পানি থেকে আলাদা ব্যালট পেপার সংগ্রহ করেছে এবং কারচুপির মাধ্যমে জয়ের পরিকল্পনা করেছে। আমরা যখন নির্বাচন কমিশনকে বিষয়টি জানাই এবং নতুন ব্যালট ব্যবহার করার দাবি তুলি, কমিশন তা প্রত্যাখ্যান করে জামায়াতের কোম্পানি থেকে আসা ব্যালট দিয়ে ভোটগ্রহণ চালানোর সিদ্ধান্ত নেয়।
শেখ সাদী আরও বলেন, এই পক্ষপাতদুষ্ট আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।
তিনি আশা প্রকাশ করেন, 'নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখবে এবং ছাত্র শিবিরের পরিকল্পনা বাস্তবায়নে কোনো কার্যক্রমে অংশ নেবে না।'
এই ভিপি প্রার্থী দাবি করেন, জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের ক্যাম্পাসের আশপাশে জমায়েত হওয়ার তথ্য তাদের হাতে এসেছে।
তিনি বলেন, এতে সাধারণ ছাত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। যদি এই পরিস্থিতি চলতে থাকে, ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীরা ভোট দিতে আসার আগ্রহ হারাবে।
তিনি আরও বলেন, জাকসু নির্বাচনে ভোট দেবেন শিক্ষার্থীরা। আমরা বুঝতে পারছি না, জামায়াতে ইসলামীর কর্মীরা এখানে গেটের বাইরে কী করছেন।
তার ভাষ্য, 'আমরা অভিযোগ পেয়েছি ফজিলাতুন্নেসা মুজিব হলে থেকে। আমরা দেখেছি, দায়িত্বশীল শিক্ষক, কর্মচারী ও স্টাফরা উদাসীন ভূমিকা পালন করছেন। তারা ভোটকেন্দ্রগুলো পুরোপুরি খালি রেখেছেন। তারা ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা ব্যক্তিকে জনসমাগমের মতো পরিস্থিতি তৈরি করার সুযোগ দিয়েছে।'
'এই ভুয়া ভোট দিতে চাওয়া ব্যক্তিরা বাজে পরিবেশ তৈরি করেছে, যা জাকসু নির্বাচনের জন্য যথেষ্ট প্রতিবন্ধতকা সৃষ্টি করতে পারে,' বলেন তিনি।
বাগছাসের অভিযোগ
গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফ্রন্ট প্যানেলের জিএস প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম জাকসু নির্বাচনে ব্যাপক অনিয়ম, উদাসীনতা ও 'পরিকল্পিত ষড়যন্ত্রের' অভিযোগ করেছেন।
তার অভিযোগ, ব্যালট পেপার ও ওএমআর মেশিন জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে সরবরাহ করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, ভোটকেন্দ্রে ছাত্রদল ও ছাত্র শিবিরের প্রার্থীরা লিফলেট বিতরণ করেছেন, ভোটার শনাক্তকরণে শিথিলতা ছিল, প্রার্থীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে এবং অতিরিক্ত ব্যালট পেপার ছাপা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগের কথা জানান তিনি।
Comments