জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: স্টার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল ছাত্র সংসদের নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ সিদ্ধান্তের কথা জানান।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে সকালে খালেদা জিয়ার মৃত্যুর খবর আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে।

এর আগে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, সিন্ডিকেট সভার সিদ্ধান্তের ওপর ভিত্তি করে নির্বাচনের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। সেই সভার পরই নির্বাচন স্থগিতের ঘোষণা এল।

Comments