‘শরিফার গল্প’ পর্যালোচনায় শিক্ষা মন্ত্রণালয়ের ৫ সদস্যের কমিটি

ছবি: সংগৃহীত

নতুন কারিকুলামে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 'শরিফা' শিরোনামে গল্প পর্যালোচনায় ৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

বইয়ের 'মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের' ওই গল্পটি নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে আজ বুধবার এ কমিটি গঠন করা হলো।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রশীদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। 

কমিটির অপর সদস্যরা হলেন-ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর কফিল উদ্দীন সরকার, এনসিটিবির সদস্য মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের পরিচালক এবং ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গল্পটি নিয়ে গভীর পর্যালোচনা করে এনিসিটিবিকে সহায়তা করবে এই উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি।

Comments

The Daily Star  | English

Renewables overtake coal in global power generation

Solar power sees 31% growth during first six months of 2025

11m ago