জাতীয় প্রেসক্লাবের সামনে ‘লাগাতার অবস্থান কর্মসূচি’তে এমপিওভুক্ত শিক্ষকরা

জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। ছবি: এমরান হোসেন/স্টার

বাড়িভাড়া ২০ শতাংশ করাসহ বেশ কয়েকটি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

'লাগাতার অবস্থান কর্মসূচি'তে যোগ দিতে গতকাল স্কুল, কলেজ ও মাদরাসার কয়েক হাজার শিক্ষক ঢাকায় এসেছেন।

আজ রোববার সকাল ৯টার দিকে তারা প্রেসক্লাবে জড়ো হতে শুরু করেন। দেড় ঘণ্টার মধ্যেই রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কটিতে অবস্থান নেন হাজারো শিক্ষক।

জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। ছবি: পলাশ খান/স্টার

তাদের অবস্থানের কারণে যানবাহন আটকা পড়ায় যাত্রীরা হেঁটে তাদের গন্তব্যে যান। ট্রাফিক পুলিশ বিকল্প পথে যানবাহন ঘুরিয়ে দিয়েছে।

নোয়াখালীর একজন মাদ্রাসা শিক্ষক মোস্তফা কামাল বলেন, 'আমরা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের মতোই কঠোর পরিশ্রম করলেও বৈষম্যের শিকার হচ্ছি। আমরা বাড়ি ভাড়া হিসেবে পাই মাত্র এক হাজার টাকা। সরকার বলেছে এটা দেড় হাজার টাকা করবে। এটা তো আমাদের সঙ্গে উপহাস ছাড়া আর কিছু না।'

তিনি বলেন, 'বাড়ি ভাড়ার ৪৫ শতাংশ করার দাবিতে আমরা আগস্টে বিক্ষোভ করেছিলাম। কিন্তু মন্ত্রণালয় আমাদের যুক্তিসঙ্গত পরিমাণ বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব দিতে বলেছিল। তারপর আমরা ২০ শতাংশ দাবি করি এবং মন্ত্রণালয় আমাদের সেটা দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু এখন তারা মাত্র ৫০০ টাকা বাড়িয়েছে। এটা অত্যন্ত অসম্মানজনক।'

অর্থ মন্ত্রণালয় সম্প্রতি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে।

লক্ষ্মীপুরের আরেক শিক্ষক মোসলেহ উদ্দিন বলেন, 'বাড়ি ভাড়াসহ সবকিছুর খরচ বেড়েছে। এই ৫০০ টাকা দিয়ে কী হবে?'

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে চাকরি জাতীয়করণ। ১৩ আগস্ট প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভে শিক্ষকরা ১৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠানগুলোর জাতীয়করণের দাবি পূরণের জন্য সরকারকে আল্টিমেটাম দিয়েছিলেন।

দাবি পূরণ না হলে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস ধর্মঘট ও ১২ অক্টোবর থেকে লাগাতার অবস্থান ধর্মঘটের হুমকি দিয়েছিলেন তারা।

তবে, মন্ত্রণালয় থেকে আশ্বাসে তারা সেপ্টেম্বরে কর্মবিরতি পালন করেননি।

Comments

The Daily Star  | English
BNP opposes selective hiring for election duty

Officials for polls duty: BNP to oppose hiring from select entities

Party will ask EC not to pick people from certain organisations known to be close to a right-wing party

9h ago