সভাপতির বিয়ের দিনে কুষ্টিয়া সদর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

বিলুপ্ত কমিটির সভাপতি আদ্বিপউজ্জামান সংগ্রাম। ছবি: সংগৃহীত

সভাপতির বিয়ের দিনেই বিলুপ্ত করা হয়েছে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের কমিটি। 

জেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান অনিক ও সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জের সই করা বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তের ঘোষণা দেওয়া হয়।

গতকাল সোমবার কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি আদ্বিপউজ্জামান সংগ্রাম বিয়ে করেছেন বলে ছাত্রলীগ সূত্রে জানা গেছে।

পরে রাতে ওই কমিটি বিলুপ্তির ঘোষণা আসে।

জানতে চাইলে জেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান অনিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই কমিটি মেয়াদোত্তীর্ণ ছিল এবং নির্দেশ দেওয়ার পরও পূর্ণাঙ্গ করা হয়নি। এজন্য গঠনতন্ত্র মোতাবেক বিলুপ্ত করা হয়েছে।'

আদ্বিপউজ্জামানের বিয়ের সঙ্গে কমিটি বিলুপ্তির সম্পর্ক আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, 'কমিটি সময়মতো পূর্ণাঙ্গ না করায় বিলুপ্ত করা হয়েছে। সভাপতির বিয়ের সঙ্গে এর সম্পর্ক খোঁজা ঠিক হবে না।' 

তবে এ বিষয়ে বিলুপ্ত কমিটির সভাপতি আদ্বিপউজ্জামান সংগ্রামের ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

জানতে চাইলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মামুন রহমান ডেইলি স্টারকে বলেন, 'আদ্বিপউজ্জামানের সঙ্গে বিয়ের পর মেয়ের বাবা মৌখিক একটি অভিযোগ জানিয়েছেন। তবে লিখিত কোনো অভিযোগ আমরা পাইনি।'

Comments

The Daily Star  | English
national citizen party rally in Dhaka

NCP rally begins at Shaheed Minar

The event started at 5:00pm

1h ago