বলিউড গায়ক জুবিন গার্গ হাসপাতালে ভর্তি

জুবিন গার্গ। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ মাথায় আঘাত পয়ে আসামের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত ১৯ জুলাই হোটেলের বাথরুমে পড়ে মাথায় আঘাত পান জুবিন। তার বর্তমান অবস্থান স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জনপ্রিয় এই প্লেব্যাক গায়ককে জুবিন গার্গকে বুধবার সকালে আসামের ডিব্রুগড়ের সঞ্জীবনী হাসপাতালে নেওয়া হয়। জুবিন ডিব্রুগড়ের মনোহরী রিসোর্টে থাকতেন।

ইন্ডিয়া টুডে বলছে, বর্তমানে তিনি নিউরোলজিস্ট ডা. সুধাকর চৌবের তত্ত্বাবধানে আইসিইউতে আছেন। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

ডা. সুধাকর চৌবে বলেন, আমরা পরীক্ষা-নিরীক্ষা করেছে এবং রিপোর্টের জন্য অপেক্ষা করছি। তিনি আজ ভর্তি হয়েছেন এবং যদি সবকিছু ঠিক থাকলে সন্ধ্যার মধ্যে ছেড়ে দেওয়া দেব হবে। জুবিনকে ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দর থেকে বিকেল ৪টায় উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়।

এর আগে, গত বছর একটি লাইভ অনুষ্ঠানে হাইপারটেনশনের কারণে অজ্ঞান হয়ে যাওয়ার পর এই গায়ককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

জুবিন গার্গ একজন আসামি গায়ক। তবে, তিনি দিল তু হি বাতা ও ইয়া আলিসহ বলিউডের অসংখ্য হিট গানে কণ্ঠ দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Facing the most vital election ever

After the last three manipulated elections, the people of Bangladesh are eagerly waiting to exercise their fundamental right to vote.

3h ago