জাপানে হিরোশিমা দিবস পালিত

পশ্চিম জাপানের হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলার ৭৭তম বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা ও স্মরণ সভার আয়োজন করা হয়। ছবি: রয়টার্স

১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। আজ সেই ভয়াল হিরোশিমা দিবসের ৭৭তম বার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে জাপানে।

দিবসটি উপলক্ষে আজ সকালে হিরোশিমায় পিস মেমোরিয়াল পার্কের স্মৃতিসৌধে শ্রদ্ধা ও স্মরণ সভার আয়োজন করে জাপান সরকার।

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসসহ বিশ্বের ৯৯টি দেশের অতিথিরা অনুষ্ঠানে যোগ দেন। ১২ বছর পর জাতিসংঘের কোনো মহাসচিব হিরোশিমা দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন। সকাল ৯টায় জাতিসংঘ মহাসচিব জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাদের সাক্ষাৎকারটি ১৫ মিনিট স্থায়ী হয়।

জাপানের প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানিয়ে বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের বাস্তবতা নিয়ে সঠিক ধারণা থাকা দরকার। এটি পারমাণবিক নিরস্ত্রীকরণের গুরুত্বপূর্ণ দিক। একমাত্র দেশ হিসেবে পারমাণবিক বোমা হামলার শিকার জাপান একদিন পারমাণবিক অস্ত্রহীন বিশ্বের নেতৃত্ব দেবে।

বৈঠকে চীনের ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণকে জাপান এবং জাপানি জনগণের নিরাপত্তার জন্য গুরুতর বলে উল্লেখ করেন কিশিদা। চীনের এমন উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে বলে মন্তব্য করেন তিনি। দুই নেতা বিশ্ব শান্তিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ১৯৪৯ সালে হিরোশিমাকে ঘোষণা করা হয় শান্তির শহর। নির্মিত হয় শান্তি স্মৃতি পার্ক। প্রতিবছরই শোক আর বেদনায় দিনটিকে স্মরণ করে বিশ্ব। সঙ্গে চলে যুদ্ধ বিরোধী প্রচার।

[email protected]

Comments

The Daily Star  | English

Voting in Ducsu election underway

Students started casting their votes at 8:00am across polling centres set up in residential halls amid tight security. The balloting will continue until 4:00pm.

2h ago