বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৪: বর্ষসেরা ব্যবসায়ী আহসান খান চৌধুরী

এ বছরের বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে 'বর্ষসেরা ব্যবসায়ী'র পুরস্কার পেয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী।
বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতিতে অসাধারণ অবদানের স্বীকৃতি ও সম্মান জানাতে প্রতি বছর ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ ও দ্য ডেইলি স্টার যৌথভাবে এ পুরস্কার আয়োজন করে। এটি এই পুরস্কারের ২৩তম আয়োজন।
তাদের একটি ছোট পারিবারিক ব্যবসা আজ রূপ নিয়েছে বহুজাতিক গ্রুপে। এখানে রয়েছে ছয় হাজারের বেশি পণ্য, ১ লাখ ৬৭ হাজার কর্মী এবং বার্ষিক ৩ বিলিয়ন ডলার বা প্রায় ৩৬ হাজার কোটি টাকা টার্নওভার।
প্রাণ গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী ১৯৮১ সালে তার ব্যবসার ভিত্তিস্থাপন করেন।
আহসান খান চৌধুরী যুক্তরাষ্ট্রে ব্যবসায় শিক্ষা নিয়ে পড়াশুনা করে ১৯৯২ সালে দেশে ফেরেন বাবার সঙ্গে কাজ করার ও তার স্বপ্নকে এগিয়ে নেওয়ার ইচ্ছা পূরণ করতে। বাংলাদেশের কৃষি খাতে ওপর ভিত্তি করে ভ্যালু-অ্যাডেড শিল্প তৈরি করা ছিল তর বাবার স্বপ্ন।
আনারস প্রক্রিয়াজাতকরণ ও স্থানীয় পণ্যের মাধ্যমে শুরু হওয়া ব্যবসা এখন খাদ্য, প্লাস্টিক, হোম অ্যাপ্লায়েন্স, সাইকেলসহ আরও অনেক শিল্পে বিস্তৃত একটি সাম্রাজ্যে পরিণত হয়েছে।
গ্রামীণ ক্ষমতায়নের জন্য আহসান খান চৌধুরী শিল্পায়নকে ঢাকাসহ শহুরে কেন্দ্রের বাইরে স্থানান্তর করেছেন। ভোলা অঞ্চলে বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয়দের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছেন। তার লক্ষ্য ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি পুনর্গঠন করা।
প্রাণ-আরএফএল গ্রুপ এখন ১৪৫টিরও বেশি দেশে রপ্তানি করছে এবং বছরে ৫০০ মিলিয়ন ডলার আয় করছে। আহসান খান চৌধুরী মান, আস্থা ও বৈশ্বিক ভোক্তা চাহিদার সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতাকে তাদের সাফল্যের মূল কৌশল হিসেবে দেখেন।
প্রাণ-আরএফএল গ্রুপকে আগামী দুই দশকের মধ্যে ২৫ বিলিয়ন ডলারের কোম্পানিতে রূপান্তরিত করার স্বপ্ন দেখছেন আহসান খান চৌধুরী। তিনি নৈতিক ব্যবসায়িক প্রথা, যুব নেতৃত্ব ও স্মার্ট শিল্প নীতি প্রচারের পক্ষেও অগ্রণী।
বাংলাদেশি তরুণদের প্রতি তার বার্তা স্পষ্ট—দেশে থাকুন, উৎপাদন করুন এবং বিশ্বাস রাখুন। সাহসী দৃষ্টিভঙ্গি ও জাতীয়তাবাদের প্রতি গর্ব থেকে আহসান খান চৌধুরী কেবল একটি ব্যবসায়িক সাম্রাজ্য নির্মাণ করছেন তাই নয়, তিনি বাংলাদেশের ভবিষ্যতকেও নতুনভাবে সংজ্ঞায়িত করছেন।
Comments