৯ মাসে ন্যাশনাল ব্যাংকের লোকসান প্রায় ৩ গুণ

ন্যাশনাল ব্যাংক, লোকসান, ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, মূল্যস্ফীতি, ইপিএস,

২০২৩ সালের প্রথম নয় মাসে বেসরকারি ন্যাশনাল ব্যাংকের লোকসান হয়েছে প্রায় তিন গুণ। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর এই নয় মাসে ব্যাংকটির লোকসান হয়েছে ১ হাজার ১২৩ কোটি টাকা, যা গত বছরের ৩৫৭ কোটি টাকার চেয়ে বেশি।

চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ব্যাংকটির লোকসান হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১৮৩ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ন্যাশনাল ব্যাংক জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে বাংলাদেশে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে, ঋণগ্রহীতা সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে পারেননি ও তারল্য সংকটের কারণে ব্যাংকটির লোকসান বেড়েছে।

২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস নেগেটিভ ১.৫৫ টাকা ছিল, ২০২২ সালের একই প্রান্তিকেও নেগেটিভ ৫৭ পয়সা ছিল।

আজ মঙ্গলবার ন্যাশনাল ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম ছিল ৮ টাকা ৩০ পয়সা।

Comments