ইসলামী ব্যাংকের মুনাফা কমেছে ৮৩ শতাংশ

ইসলামী ব্যাংক

আমানতকারীদের মুনাফা বাবদ বিপুল অর্থ প্রদান ও প্রভিশন ব্যয় বৃদ্ধি পাওয়ায় ২০২৪ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশের লাভ ব্যাপকভাবে কমে গেছে।

২০২৪ সালে শরিয়াভিত্তিক এই ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের তুলনায় ৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৮ কোটি ৭৮ লাখ টাকায়। ২০২৩ সালে ব্যাংকটির মুনাফা ছিল ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা।

ব্যাংকটির প্রকাশিত তথ্য অনুযায়ী, এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬৮ পয়সা, যা ২০২৩ সালে ছিল ৩ টাকা ৯৫ পয়সা।

ইসলামী ব্যাংক জানিয়েছে, তাদের মুনাফা কমার প্রধান কারণ হলো আমানতের ওপর প্রদত্ত মুনাফা ২ হাজার ৩৯৮ কোটি ৭৯ লাখ টাকা বৃদ্ধি এবং প্রভিশন রক্ষায় ৪১৫ কোটি ৬৮ লাখ টাকা অতিরিক্ত ব্যয়।

একই সময়ে ব্যাংকটির বিনিয়োগ আয় বেড়েছে ১ হাজার ৫৫৬ কোটি ৩৬ লাখ টাকা এবং কমিশন, বৈদেশিক মুদ্রা লেনদেন ও ব্রোকারেজ আয় বেড়েছে ১ হাজার ৪৩ কোটি ৪৮ লাখ টাকা। তবে এই বৃদ্ধিও তাদের ব্যয়ের তুলনায় কম।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত ব্যাংকটির শেয়ারহোল্ডিং কাঠামো ছিল—স্পন্সর/পরিচালকদের ০.১৯ শতাংশ, প্রতিষ্ঠানগুলোর ৭৪.৯৮ শতাংশ, বিদেশিদের ১৭.৮৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৬.৯৫ শতাংশ।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

3h ago