জুনে মূল্যস্ফীতি কমে ৯.৭৪ শতাংশ

স্টার ফাইল ছবি

বাংলাদেশের মূল্যস্ফীতি মে মাসের তুলনায় জুনে ২০ বেসিস পয়েন্ট কমে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে ভোক্তা মূল্য সূচক বেড়ে ৯ দশমিক ৯৪ শতাংশ হয়েছিল।

এছাড়া, বিদায়ী অর্থবছরের শেষ মাসে খাদ্য মূল্যস্ফীতি ৪৯ বেসিস পয়েন্ট বেড়ে ৯ দশমিক ২৪ শতাংশ থেকে ৯ দশমিক ৭৩ শতাংশ হয়েছে। তবে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৩৬ বেসিস পয়েন্ট কমে ৯ দশমিক ৬ শতাংশ হয়েছে।

Comments

The Daily Star  | English

BTRC wants 5.5% of revenue from broadband operators

The Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) has proposed a new licensing framework that would require broadband operators and fixed-line telephone service providers to share 5.5 percent of their annual revenue with the regulator -- similar to the system already in place for mobile operators.

8h ago