আজও সূচকের পতন, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই, শেয়ারবাজার, শেয়ারের দরপতন,

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের আজও পতন হয়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৫ হাজার ৮১৪ পয়েন্টে শেষ হয়। এ নিয়ে টানা অষ্টম দিনের মতো সূচকের পতন হওয়ায় ডিএসইএক্স ৩৫ মাসের সর্বনিম্নে নেমে গেছে।

আগের দিনের ৪৮৬ কোটি টাকা থেকে টার্নওভার কমে আজ ৪৬৫ কোটি টাকায় নেমে এসেছে। এছাড়া আজ ৪১টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ৩১৯টির এবং অপরিবর্তিত আছে ৩৬টির।

সূচক কমলেও দুর্বল শেয়ার লাভের তালিকায় ছিল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ৭ শতাংশ বৃদ্ধি নিয়ে তালিকার শীর্ষে আছে, আইসিবি ইসলামিক ব্যাংকের বেড়েছে ৫ শতাংশ এবং জুট স্পিনার্সের বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ।

তবে, পিপলস লিজিং ও রবি আজিয়াটা দুই শেয়ারেরই দর কমেছে ১০ শতাংশ।

Comments

The Daily Star  | English

Ocean of mourners gather to pay tribute to Khaleda Zia

People from all walks of life arrive by bus, train and other modes of transport

1h ago