জয়ার চার, ফারিণ ও সোহেল মণ্ডলের প্রথম ফিল্মফেয়ার জয়

ছবি: ফিল্মফেয়ার

কলকাতায় শুক্রবার রাতে বসেছিল 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪'–এর আসর। সেখানে বাজিমাত করেছেন বাংলাদেশি অভিনয়শিল্পীরা।

এবারের আসরে তিনটি বিভাগে সেরা হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানসহ তাসনিয়া ফারিণ ও সোহেল মণ্ডল।

কৌশিক গাঙ্গুলি পরিচালিত 'অর্ধাঙ্গিনী' সিনেমায় অভিনয় করে সেরা পার্শ্ব চরিত্র (নারী) বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন জয়া আহসান। এ নিয়ে চারবার ফিল্মফেয়ার জয় করলেন এই অভিনেত্রী।

অতনু ঘোষ পরিচালিত 'আরও এক পৃথিবী' সিনেমার জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ। 

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত তাসনিয়া ফারিণ বলেন, 'ধন্যবাদ ফিল্মফেয়ার, ধন্যবাদ এসকে মুভিজ। আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ নির্মাতা অতনু দাকে। দর্শকের প্রতি আমার অন্তহীন কৃতজ্ঞতা, এত ভালোবাসা ও সমর্থনের জন্য।'

ইন্দ্রনীল রায় পরিচালিত যৌথ প্রযোজনার 'মায়ার জঞ্জাল' সিনেমায় কাজ করে সেরা নবাগতা অভিনেতার পুরস্কার পেয়েছেন সোহেল মণ্ডল। 

তিনি বলেন, 'যে সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার, সেই সিনেমার পরিচালক ইন্দ্রনীল দাদা ও পুরো মায়ার জঞ্জাল টিমের প্রতি আমার কৃতজ্ঞতা। পুরস্কারটি আমার সব থিয়েটার সহকর্মী ও বন্ধুদের প্রতি উৎসর্গ করলাম।'

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

53m ago