এখনও দর্শক ওসি হারুনকে দেখতে চায়: মোশাররফ করিম

ওসি হারুন চরিত্রে মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরে কোনো এক রাতে ঘটে যাওয়া গল্প নিয়ে নির্মিত সিরিজ 'মহানগর'। হইচইতে মুক্তি পেয়ে আলোচিত হয়েছে সিরিজটি। অভিনেতা মোশাররফ করিম অভিনীত এই সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা আশফাক নিপুণ।

মুক্তির পর থেকেই সিরিজটি দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছে। দর্শক মনে দাগ কেটে চলেছে ওসি হারুন চরিত্রটি।

আগামীকাল ৩০ আগস্ট থেকে 'মহানগর' এর প্রথম সিজন দেখা যাবে ফ্রিতে। হইচই অ্যাপ ডাউনলোড করলেই দেখা যাবে সিজন ১। লাগবে না কোনো সাবস্ক্রিপশন, লাগবে না রেজিস্ট্রেশন। সেইসঙ্গে হইচই বাংলাদেশের ইউটিউব চ্যানেলে মহানগরের প্রথম কিস্তির একটা পর্ব দেখা যাবে ফ্রি।

এ ব্যাপারে পরিচালক আশফাক নিপুণ বলেন, 'মহানগর নির্মাণের সময় ভাবিনি যে সিরিজটি মানুষ এত পছন্দ করবে। ওয়েব সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয়, যেই বিষয়টি নিয়ে আমি কখনো মিডিয়াতে কথা বলিনি। সে সব ব্যাপার নিয়ে আলাপ করা যাবে অন্য কোনো সময়। তবে আনন্দের ব্যাপার হলো, যে কেউ যে কোনো স্থান থেকে মহানগর হইচইতে স্ট্রিম করতে পারবেন ফ্রি।'

অভিনেতা মোশাররফ করিম বলেন, 'মহানগর মুক্তির পর থেকেই সাধারণ মানুষের যে রেসপন্স ও ভালোবাসা পেয়েছি তা অবিশ্বাস্য। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বাস্তবে সবখানে প্রশংসা পেয়েছি কাজটার জন্য। এখনও দর্শক ওসি হারুনকে দেখতে চায়।'

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

5h ago