জংলি সিনেমায় দ্বৈত গানে তাহসান-আতিয়া আনিসা

আতিয়া আনিসা ও তাহসান
তাহসান খান ও আতিয়া আনিসা। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা আসন্ন ঈদুল ফিতরের 'জংলি' সিনেমার 'জনম জনম' দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন।

প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইমরান। আসছে ভালোবাসা দিবসে গানটি আসবে বলে জানিয়েছেন শিল্পীরা। 

কণ্ঠশিল্পী আতিয়া আনিসা বলেন, 'প্রিন্স মাহমুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে। তার গান শুনে শুনেই বেড়ে ওঠা। তার সুরে সিনেমায়  প্লেব্যাকের সুযোগ পেয়ে গর্বিত। তার সুরে গাওয়ার পাশাপাশি অনেক কিছু শেখারও সুযোগ হয়েছে। গানটিতে সহশিল্পী হিসেবে তাহসান খান এবং মিউজিক অ্যারেঞ্জার হিসেবে ইমরানকে পাওয়া— সব মিলিয়ে ক্যারিয়ারের স্মরণীয় একটি গান।'

তাহসান খান বলেন, 'গানের ভুবনে যারা আমার প্রিয়, প্রিন্স মাহমুদ তাদের একজন। তার লেখা ও সুরের ধরন অনেকের চেয়ে আলাদা, যা সহজেই হৃদয় স্পর্শ করে। এর আগে বিভিন্ন অ্যালবামে তার কথা ও সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে। এবার সুযোগ হলো প্লেব্যাকের। আশা করছি, অ্যালবামের গানগুলো যেভাবে শ্রোতা-মনে অনুরণন তুলে যাচ্ছে, ঠিক একইভাবে জংলি সিনেমার জনম জনম গানটিও অনেকের হৃদয় স্পর্শ করবে। সিনেমায় ``ছুঁয়ে দিল মন'' গানটির অনেক বছর পর আবারও প্লেব্যাক করলাম।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

8h ago