খালেদা জিয়ার মৃত্যুতে তারকাদের শোক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম।
শোবিজ অঙ্গনের তারকারাও ফেসবুকে স্মরণ ও শোকবার্তায় তাকে বিদায় জানাচ্ছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তারকাদের ফেসবুক যেন শোকবইয়ে পরিণত হয়েছে। বিভিন্ন পোস্টে তারা তার রাজনৈতিক ভূমিকা, নেতৃত্ব ও ব্যক্তিগত স্মৃতি তুলে ধরে শোক প্রকাশ করেছেন তারা।
কণ্ঠশিল্পী কনকচাঁপা ফেসবুকে লিখেছেন, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন।'
নগরবাউলখ্যাত কণ্ঠশিল্পী জেমস তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, 'শোক ও বিনম্র শ্রদ্ধা, বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন—আমিন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।'
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান লিখেছেন, 'সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।'
অভিনেত্রী জয়া আহসান তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, 'বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তার উপস্থিতির মূল্যই ছিল অসামান্য।'
তিনি আরও লেখেন, 'সামরিক শাসন বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম জিয়া ছিলেন প্রধান একটি চরিত্র—সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল। তার সঙ্গে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো। তার আত্মা চির প্রশান্তি লাভ করুক।'
অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, 'তার রূহের মাগফিরাত কামনা করি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।'
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, 'মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুক।'
অভিনেতা আরিফিন শুভ ফেসবুকে লেখেন, 'দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিদায়—দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাকে উত্তম মর্যাদা দান করুন।'
চিত্রনায়িকা পরীমণি লিখেছেন, 'তিনি চলে গেলেন..! তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। বেগম খালেদা জিয়া, আপনি জিতে গেলেন আসলে।'
অভিনেতা তারিক আনাম খান লেখেন, 'বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাই। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। শ্রদ্ধা জানাই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি। তার পরিবারের সকলের প্রতি আন্তরিক সমবেদনা।'
অভিনেতা সিয়াম আহমেদ বেগম খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করে লেখেন, 'ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি।'
কণ্ঠশিল্পী দিলরুবা খান লেখেন, 'তার জীবনের অনেক স্মৃতির সঙ্গে খালেদা জিয়া জড়িয়ে আছেন। যার একটি আক্ষেপ আজীবন থেকে যাবে।'
তিনি উল্লেখ করেন, ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাত থেকে তিনি জিসাস প্রদত্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা 'জিয়া স্বর্ণপদক' গ্রহণ করেছিলেন। সেদিন খালেদা জিয়া স্নেহভরে তার 'পাগল মন' ও 'রেললাইন বহে সমান্তরাল' গান দুটি শুনতে চেয়েছিলেন বলেও জানান তিনি।
খ্যাতিমান উপস্থাপক হানিফ সংকেত লেখেন, 'সর্বজন শ্রদ্ধেয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ছয়টায় আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।'
এ ছাড়া চিত্রনায়িকা পূজা চেরি, অপু বিশ্বাস, শবনম বুবলি, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-র পক্ষ থেকেও শোক জানানো হয়েছে।


Comments