হলিউডে আরেক বড় পরিবর্তন, ইউটিউবে সম্প্রচার হবে অস্কার

ছবি: সংগৃহীত

আরেকটি বড় পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে হলিউড। ২০২৯ সাল থেকে আর এবিসি টেলিভিশনের পর্দায় দেখা যাবে না অস্কার। তখন থেকে ইউটিউবে সম্প্রচারিত হবে হলিউডের এই বিখ্যাত অনুষ্ঠানটি।

বুধবার বিবিসির প্রতিবেদনে এস তথ্য জানানো হয়।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এক বিবৃতিতে জানায়, তারা ইউটিউবের সঙ্গে একটি চুক্তি করেছে। এই চুক্তির আওতায় ২০২৯ থেকে ২০৩৩ সাল পর্যন্ত অস্কার অনুষ্ঠানের বিশ্বব্যাপী সম্প্রচারের অধিকার থাকবে ইউটিউবের।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্কার অনুষ্ঠানটি প্রায় অর্ধশতাব্দী ধরে এবিসিতে সম্প্রচারিত হয়ে আসছে। তবে ২০২৯ সাল থেকে ইউটিউবে সরাসরি ও বিনামূল্যে দেখা যাবে।

এটি হলিউডে চলমান বড় রদবদলের আরেকটি উদাহরণ। বর্তমানে স্টুডিও বিক্রি ও একীভূতকরণ, পাশাপাশি বড় আকারের প্রযোজনা খরচ কমানোর মতো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শিল্পটি।

এক যৌথ বিবৃতিতে অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার ও প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেইলর বলেন, 'অ্যাকাডেমি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এই অংশীদারত্ব আমাদের কাজকে বিশ্বের সবচেয়ে বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে।'

দীর্ঘ সময় ধরে অস্কার অনুষ্ঠানের দর্শক সংখ্যা কমে এলেও ২০২৫ সালে সামান্য বৃদ্ধি পায়। বিশেষ করে মোবাইল ফোন ও কম্পিউটারের মাধ্যমে তরুণ দর্শকদের অংশগ্রহণ বেশি ছিল।

ইউটিউবের সিইও নিল মোহন এক বিবৃতিতে অস্কারকে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর একটি বলে উল্লেখ করেন।

তিনি বলেন, 'অ্যাকাডেমির সঙ্গে এই অংশীদারত্ব অস্কারের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে নতুন প্রজন্মের সৃজনশীলতা ও চলচ্চিত্রপ্রেমীদের অনুপ্রাণিত করবে।'

এবিসি ১৯৭৬ সাল থেকে অস্কার সম্প্রচার করে আসছে। চ্যানেলটি জানিয়েছে, তারা পরবর্তী তিনটি অনুষ্ঠান সম্প্রচার করবে, সেগুলোর জন্য অপেক্ষা করছে।

এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি তাদের শেয়ারহোল্ডারদের প্যারামাউন্ট স্কাইড্যান্সের অধিগ্রহণ প্রস্তাব প্রত্যাখ্যান করে নেটফ্লিক্সের বিকল্প প্রস্তাব বিবেচনার সুপারিশ করেছে।

বিশ্লেষকদের মতে, এই দুই প্রস্তাবই এমন শিল্পের জন্য খুব একটা ইতিবাচক নয়। বড় স্টুডিওগুলোর মতোই কেবল নেটওয়ার্কগুলোও চাপে পড়েছে, কারণ দর্শকরা ক্রমেই স্ট্রিমিং প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছেন।

অস্কারের সম্প্রচারাধিকার ইউটিউবের হাতে যাওয়ায় ভবিষ্যতে স্ট্রিমিং প্ল্যাটফর্মের ওপর নির্ভরতা আরও বাড়ার বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

3h ago