যে কারণে মিশা বললেন ‘যদি আমি বেঁচে ফিরি’

মিশা সওদাগর, ছবি: শাহরিয়ার কবির হিমেল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে মিশা সওদাগর একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, তিনি লিফটে আটকে আছেন। নিজেকে খারাপ, দুর্নীতিবাজ মানুষ হিসেবে স্বীকার করছেন। তার এমন বক্তব্যে সবাই প্রথমে অবাক হতে পারেন।

অবশেষে জানা গেল, ভিডিওটি একটি ওয়েব সিরিজের। প্রথমবার তিনি ওয়েব সিরিজে কাজ করেছেন। ওটিটি প্ল্যাটফর্ম চরকির এই সিরিজের নাম 'যদি আমি বেঁচে ফিরি'। এটি নির্মাণ করেছেন তানিম পারভেজ। আগামী ২৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিরিজটি।

ছবি: সংগৃহীত

এই ওয়েব সিরিজে মিশা সওদাগরের সঙ্গে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, দিলরুবা দোয়েলসহ আরও অনেকেই।

মিশা সওদাগর বলেন, 'বাস্তবে আমি ভীষণভাবে লিফট ভয় পাই! যতটা সম্ভব এড়িয়ে চলি। অথচ গল্পের প্রয়োজনে সেই লিফটেই আটকা পড়তে হলো। ভয়েস নিয়েও কিছু এক্সপেরিমেন্ট করতে হয়েছে। সব মিলিয়ে এই কাজটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। এই সিরিজ নিয়ে এখন আর কিছু বলব না।'

তিনি আরও বলেন, 'আমাদের এখানকার সিনেমার গল্প একটা নির্দিষ্ট ছকে তৈরি হয়। অনেকের হস্তক্ষেপ থাকে সেখানে। ওটিটি প্ল্যাটফর্মে এইসবের কিছুই থাকে না। এখানে অভিনেতা হিসেবে নিজেকে নানানভাবে ব্যবহারের সুযোগ রয়েছে। তাই অনেক ধরনের গল্প বলা যায়।'

Comments

The Daily Star  | English
charges against Sheikh Hasina at ICT

ICT case against Hasina: Verdict date could be set tomorrow

State-appointed defence counsel for the absconding accused concluded arguments today

36m ago