মোশাররফ করিমের ‘হুব্বা’ মুক্তি কলকাতা-ঢাকা একইদিনে

হুব্বা
হুব্বা সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

মোশাররফ করিম অভিনীত ভারতীয় বাংলা 'হুব্বা' সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। 

সিনেমাটি দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন অনেকেই। 

'হুব্বা' কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৯ জানুয়ারি। সাফটা চুক্তির আওতায় সিনেমাটি একইদিনে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা।

বাংলাদেশে সিনেমাটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

'হুব্বা' সিনেমার ট্রেলারে মোশাররফ করিমকে অভিনয়, বাচনভঙ্গি আর সংলাপে মাতিয়ে রেখেছেন। চৌকস গ্যাংস্টার হুব্বার নৃশংসতার ছাপ দেখা গেছে ট্রেলারে।

সিনেমার গল্প যতটুকু জানা গেছে, হুগলির দাউদ ইব্রাহিম হিসেবে পরিচিত ছিলেন এই হুব্বা। নব্বইয়ের দশকের শেষ দিকে আবির্ভূত হন তিনি। হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। 

ব্রাত্য বসু নির্মিত 'হুব্বা' সিনেমার নাম ভূমিকায় মোশাররফ করিম। এছাড়া অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

5h ago