‘চক্কর ৩০২’ সিনেমায় ডিবি অফিসারের চরিত্রে মোশাররফ করিম

চক্কর ৩০২ সিনেমার ফার্স্ট লুক। ছবি: সংগৃহীত

মোশাররফ করিম একজন ভার্সেটাইল অভিনেতা। যেকোনো চরিত্রে নিজেকে দারুণভাবে মানিয়ে নেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এর প্রমাণ দিয়েছেন নাটক-সিনেমা ও ওয়েব ফিল্মে। বাংলাদেশের সীমানা পেরিয়ে কলকাতার দর্শকদের কাছেও তিনি সমান জনপ্রিয়।

মোশাররফ করিম ভক্তদের জন্য সুখবর হলো- নতুন এক সিনেমায় দেখা যাবে তাকে। শরাফ আহমেদ জীবন পরিচালিত 'চক্কর ৩০২' নামের সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ বিষয়ে পরিচালক শরাফ আহমেদ জীবন দ্য ডেইলি স্টারকে বলেন, 'চক্কর ৩০২ সিনেমাটি সরকারি অনুদানের। এই সিনেমার মূল শক্তি গল্প। আর আছে মোশাররফ করিমের অনবদ্য অভিনয়।'

তিনি বলেন, 'মোশাররফ করিমকে এই সিনেমায় ডিবি অফিসারের চরিত্রে দেখা যাবে। তিনি একজন অভিনেতা, জাত অভিনেতা। আমার সিনেমায় এইরকম একজন তুখোড় অভিনেতাকে চেয়েছিলাম।'

এক প্রশ্নের জবাবে শরাফ আহমেদ জীবন বলেন, 'মোশাররফ করিমকে কেন্দ্র করেই গল্প এগুবে। তিনিই এ সিনেমার প্রাণ। আরও অনেক কিছু আছে। বাকি গল্প দর্শকরা পর্দায় দেখবেন। আমি মনে করি অনেকদিন পর মোশাররফ করিম এ দেশের বড় পর্দায় ফিরছেন। এটা তার ভক্তদের জন্য সুখবর।'

গতরাতে চক্কর ৩০২ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

চক্কর ৩০২ সিনেমার মুক্তির বিষয়ে পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, 'শিগগির মুক্তি পেতে যাচ্ছে চক্কর ৩০২। আমরা খুব বেশি সময় নেব না। সবকিছু রেডি। প্রচারের জন্য কিছু সময় নেব। আশা করছি অল্প সময়ের মধ্যে মুক্তি দিতে পারব।'

এ বিষয়ে মোশাররফ করিম বলেন, 'আশা করছি ভালো কিছু হবে। দর্শকরা নতুন কিছু পাবেন। আমি চেষ্টা করেছি গল্পের মধ্যে ডুবে যেতে। চরিত্রের মধ্যে ডুবে যেতে।'

শরাফ আহমেদ জীবন আরও বলেন, 'প্রথম দিকে এই সিনেমার নাম ছিল বিচারালয়। এরপর নাম রেখেছি চক্কর ৩০২। চক্কর মূলত মানবিক স্পর্শের গল্প।'

উল্লেখ্য, মোশাররফ করিম অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে ভারতের কলকাতায়। 'হুব্বা' নামের সিনেমায় তিনি নাম ভূমিকায় অভিনয় করে বেশ আলোচিত হন।

অপরদিকে, মোশাররফ করিম অভিনীত একাধিক নাটক এবারের ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে। 

Comments

The Daily Star  | English
Barishal University protest

As a nation, we are not focused on education

We have had so many reform commissions, but none on education, reflecting our own sense of priority.

4h ago