পাকিস্তানের ৪৩ প্রেক্ষাগৃহে শাকিবের ‘তুফান’

শাকিব খান। ছবি: সংগৃহীত

শাকিব খান অভিনীত 'তুফান' সিনেমাটি গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর বেশ সাড়া ফেলে সিনেমাটি।

রায়হান রাফী পরিচালিত সিনেমাটি শুধু দেশে নয়, দেশের বাইরেও বেশ আলোচনা তৈরি করেছে। সিনেমাটি এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। 

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী ১ নভেম্বর পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ইতোমধ্যে 'তুফান' মুক্তি পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ কয়েকটি দেশে। সিনেমাটি নিয়ে আগে থেকেই আগ্রহী ছিলেন পাকিস্তানের দর্শকরা।  

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরও জানানো হয়েছে, বাংলা ভাষায় নয়, সিনেমাটি পাকিস্তানে দেখা যাবে উর্দুতে। 'তুফান সিনেমাটি পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে।

অ্যাকশন ধাঁচের 'তুফান' সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী, গাজী রাকায়েত, মিশা সওদাগর প্রমুখ। সিনেমায় নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন শাকিব।

Comments

The Daily Star  | English
mango export from Bangladesh to China

Bangladesh all set to ship mango to China for first time

The first shipment will be sent tomorrow, and a second will follow if China is satisfied

1h ago