ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৬২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৭৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ, একজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫০২ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫৫ জন, যাদের মধ্যে ১৩৬ জন পুরুষ ও ১১৯ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৩৬৭ জন, যার মধ্যে ৩৮ হাজার ৩৭৫ জন পুরুষ ও ২৩ হাজার ৯৯২ জন নারী।
Comments