ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভারতে পশ্চিমবঙ্গের কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

ভারতে পশ্চিমবঙ্গের কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।

এনডিটিভি জানায়, আজ শনিবার বিকেলে নিজের নির্বাচনী এলাকা কোচবিহারে বিজেপির স্থানীয় অফিসে যাওয়ার সময় তার গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়। এতে তার গাড়ির উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ।

নিশীথ প্রামাণিকের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সমর্থকরা হামলায় নেতৃত্ব দিয়েছে।

তিনি বলেন, 'যেখানে একজন মন্ত্রী নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষের দুর্দশার কথা কল্পনা করুন। এ ঘটনা পশ্চিমবঙ্গে গণতন্ত্রের দুরবস্থার চিত্র তুলে ধরে।

সম্প্রতি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক আদিবাসী নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে সমালোচনা তৈরি হয়।

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারের এক সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ক্ষোভ জানান। নিশীথ প্রামাণিকের পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় তৃণমূল কংগ্রেস।

Comments

The Daily Star  | English

Bangladesh’s uncounted economy

Women do 85% of unpaid labour, worth Tk 5.7 trillion

33m ago