ভারতের মধ্যপ্রদেশে সেতু থেকে বাস পড়ে নিহত অন্তত ২২

ভারত, মধ্যপ্রদেশ, নরোত্তম মিশ্র, শিবরাজ সিং চৌহান,
ছবি গুগল ম্যাপ থেকে নেওয়া

ভারতের মধ্যপ্রদেশের খারগোনে একটি বাস সেতু থেকে পড়ে অন্তত ২২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এ তথ্য জানিয়েছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ৫০ জন যাত্রী নিয়ে বাসটি ইন্দোর যাওয়ার পথে খারগোনের দাসাঙ্গা গ্রামে একটি সেতু থেকে পড়ে যায়। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় উদ্ধারকারী দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি, গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি এবং আংশিক আহতদের ২৫ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আহতদের চিকিৎসার খরচও বহন করবে রাজ্য সরকার।

এছাড়া, নিহতদের পরিবারকে ২ লাভ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

Graffiti book, not altered map, gifted to Pakistani general: CA's office

Indian media report on altered Bangladesh map including Indian territory completely false, it says

5h ago