সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়ের ইয়ন ফসে

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক ইয়ন ফসে। আজ বৃহস্পতিবার সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে।

৬৪ বছর বয়সী ইয়ন ফসে ১৯৫৯ সালের ২৯ সেপ্টেম্বর নরওয়ের স্ট্রান্ডেবার্মে জন্মগ্রহণ করেন। নাট্যকার হিসেবে বিখ্যাত তিনি। এ ছাড়াও উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশুতোষ লেখা ও অনুবাদকর্ম রয়েছে তার। নরওয়ের নিনরস্ক ভাষায় লেখেন তিনি।

নোবেল পুরস্কারের জন্য ইয়ন ফসের নাম ঘোষণার পর সুইডিশ একাডেমি তার সম্পর্কে বলেছে, যেসব কথা অনুচ্চারিত থেকে যায় সেগুলো তার লেখনিতে উঠে এসেছে।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে। প্রত্যেক ক্ষেত্রে পুরস্কার বিজয়ীরা একটি পদক এবং ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউন (প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার) পান।

গত বছর ফরাসি লেখক আনি এরনো এই পুরস্কার পেয়েছিলেন।

নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তার ইচ্ছা অনুসারে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে যারা অবদান রাখেন তাদেরকে এই পুরস্কারে ভূষিত করা হয়। এটি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে স্বীকৃত।

Comments

The Daily Star  | English
gopalganj violence latest update

25 arrested so far in connection with Gopalganj violence: home adviser

"The agencies had information, but not about the extent of the violence"

42m ago