লক্ষ্ণৌয়ে ভবন ধসে পড়ে ৮ জনের মৃত্যু

লক্ষ্ণৌয়ে এই ভবনটি ধসে পড়েছে। ছবি: সংগৃহীত
লক্ষ্ণৌয়ে এই ভবনটি ধসে পড়েছে। ছবি: সংগৃহীত

ভারতের লক্ষ্ণৌ শহরের একটি তিনতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে আটজনের মরদেহ খুঁজে পেয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

আজ রোববার এই দুর্ঘটনার বিষয়টি জানিয়েছে এএফপি।

আরও মরদেহ খোঁজার জন্য মাটিতে গর্ত খোঁড়ার ভারি যন্ত্র ব্যবহার করছেন উদ্ধারকারীরা।

বাণিজ্যিক ভবনটিতে একটি গুদাম ও গাড়ি মেরামতের গ্যারেজসহ বেশ কয়েকটি ছোট প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। শনিবার বিকেলে ভবনটি ধসে পড়ে। 

ভারতের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআই কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে আট জনের মরদেহ বের করে আনা হয়েছে। আরও ২৮ ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আরও মানুষ সেখানে আটকে আছেন কী না, তা নিশ্চিত নয়।

ভবনটি ধসে পড়ার কারণ এখনো স্পষ্ট নয়। তবে ভারতে জুন থেকে সেপ্টেম্বর মাসে বর্ষা মৌসুমে এ ধরনের দুর্ঘটনা খুবই স্বাভাবিক। পুরনো ও ভঙ্গুর স্থাপনাগুলো নিরবচ্ছিন্ন বৃষ্টিপাতে ধসে পড়ে।

এই ভবনের একটি অফিসে কাজ করতেন আকাশ সিং। তিনি জানান, একটি পিলারে ফাটল ধরতে দেখেছিলেন। 

ফাটল থেকে বড় দুর্ঘটনা সৃষ্টি হতে পারে, এই ভয়ে তিনি নিচের তলায় চলে যান। জানান, দিনভর মৌসুমি বৃষ্টিতে শহর তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। 

আকাশ বলেন, 'হঠাত করেই পুরো ভবনটি আমাদের ওপর ধসে পড়ে।'

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক বিবৃতিতে এই ঘটনাকে 'হৃদয়বিদারক' বলে অভিহিত করেন। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। 

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s janaza held

The namaz-e-janaza of BNP Chairperson Khaleda Zia was held at the South Plaza of the Jatiya Sangsad Bhaban today

6h ago